More
    Homeঅনান্যPartha Chatterjee বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।

    Partha Chatterjee বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।

    Today kolkata:- প্রেসিডেন্সি জেলে ওয়ার্ড ‘পয়লা বাইশের’ দু’নম্বর সেলের বন্দি জীবন কাটাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গ্রেফতারের পর ভুবনেশ্বর এইমসে গিয়ে চিকিৎসা করানো হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তারা একটি চার্ট বানিয়ে দিয়েছেন। সম্প্রতি জেসপ বিল্ডিংয়ের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে যে, পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখুন৷ যদিও ইডির হেফাজতে থাকাকালীন জোকা ইএসআই হাসপাতালে একাধিকবার চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণ করেছেন। জেল হাসপাতালেও নিয়মিত তাকে চিকিৎসকরা এসে দেখে যাচ্ছেন। তবে স্থূলকার চেহারার কারণে পার্থ চট্টোপাধ্যায় কোমর ও পায়ের ব্যাথায় ভুগছেন ৷ তাই তাঁকে অর্থোপেডিক চিকিৎসক দেখানো হবে বলে জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।

    এ বিষয়ে সিএমওএইচের কাছে ইতিমধ্যেই আবেদনও জানানো হয়েছে। উল্লেখ্য, জেলে ঢোকার পর থেকেই পা ফুলছে পার্থর। ব্যথা রয়েছে কোমরেও। সমস্যায় এতটাই ভুগছেন যে কয়েদিদের জন্য বরাদ্দ স্নানের জায়গায় যেতে পারেননি তিনি। সেলের বাইরে কোনওরকমে স্নান সেরেছেন। স্থূলকায় চেহারার জন্য মেঝেতে ওঠা-বসা করত তার যথেষ্ট কষ্ট হচ্ছে। তাই তাঁর শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে শেষমেশ চিকিৎসক তাঁর জন্য খাটের সুপারিশ করেন। এরপর জেল কোডের সব দিক বিবেচনা করে মানবিক কারণে পার্থকে খাট দেওয়া হয়। সেই খাটেই বেশ ভাল ঘুম হচ্ছে তাঁর। এ ছাড়া পার্থ চট্টোপাধ্যায় জেলের সেলে বই চেয়েছেন বলে জানা যাচ্ছে। জেল ক্যান্টিন থেকে বেগুনি, আলুর চপ আনিয়েও খেয়েছেন ভোজনরসিক পার্থ চট্টোপাধ্যায়৷ তবে সহবন্দিদের সঙ্গে তাঁকে কথা বলতে এখনও দেখা যায়নি বলে জানা গিয়েছে৷

    Partha Chatterjee বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে দেখানো হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে।

    MORE NEWS – আরও অত্যাধুনিক সুবিধা নিয়ে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস।

    ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের আগে নতুন রূপে সেজে উঠছে বন্দে ভারত এক্সপ্রেস (Bharat Express)। আসতে চলেছে অত্যাধুনিক কোচ সম্পন্ন একেবারে ঝকঝকে ট্রেন। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হওয়া নতুন রেক নিয়ে এই ট্রেন আসছে ১২ আগস্ট। জানা গিয়েছে, বন্দে ভারত ট্রেনগুলির এমন তৃতীয় ট্রেন নতুন কোচ, নতুন রূপে দেখা যাবে। ইতিমধ্যেই চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে এ নিয়ে শুরু হয়েছে আরও বেশি তৎপরতা। রেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতি মাসে সেখানে ৬টি রেক তৈরি করার ক্ষমতা রয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments