More
    HomeখবরPradhan manrti awas yojana অনিয়ম হলেই এফআইআর! প্রধানমন্ত্রী আবাস যোজনায় কড়া পদক্ষেপ...

    Pradhan manrti awas yojana অনিয়ম হলেই এফআইআর! প্রধানমন্ত্রী আবাস যোজনায় কড়া পদক্ষেপ রাজ্যের।

    Today Kolkata:– রাজ্যের শাসক দলের একাধিক মন্ত্রীকে যেভাবে কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, তাতে নড়েচড়ে বসেছে প্রশাসন। প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan mantri awas yojana) নিয়েও এবার কড়া মনোভাব রাজ্যের। আবাস যোজনা প্রকল্পে ৯০ দিনের মধ্যে যারা বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, তাদের বাড়ি অবিলম্বে তৈরি করতে হবে। আগামী ২২ অগাস্টের মধ্যে এই বাড়িগুলি কী অবস্থায় এখন রয়েছে তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, নবান্নের কাছে অভিযোগ এসেছে দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো একাধিক জেলায় আবাস যোজনার বহু বাড়ি অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই তথ্য জানার পরেই নবান্নে তরফে ওই বাড়িগুলো দ্রুত সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বলে নবান্নের কাছে খবর রয়েছে।

    এমনকী, কোথাও অনিয়ম ধরা পড়লেই এফআইআর করার কথা বলা হয়েছে। এর পাশাপাশি টাকা উদ্ধারের কথাও জানানো হয়েছে প্রশাসনকে। জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত দফতর আবাস যোজনা নিয়ে বৈঠক করে। সেই বৈঠকেই এক প্রকার ইঙ্গিত দিয়ে দিয়েছিল রাজ্যের পঞ্চায়েত দফতর।তাছাড়া কেন্দ্রীয় দলের তরফে একাধিক সুপারিশও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের কাছে এসেছে। এমনটাই জানা গিয়েছে নবান্নের তরফে। মূলত সেই কারণেই রাজ্য পঞ্চায়েত দপ্তর এবার প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও কড়া মনোভাব নিতে চায়। তারই পদক্ষেপ হিসাবে এবার ১০০ দিনের কাজের মত আবাস যোজনার ক্ষেত্রেও দুর্নীতি বন্ধে শক্ত হাতে লাগাম ধরা হবে। প্রয়োজনে ১০০ দিনের কাজের দুর্নীতি আটকাতেও এফআইআর করার পরামর্শ দেওয়া হয়েছে।

    Pradhan manrti awas yojana অনিয়ম হলেই এফআইআর! প্রধানমন্ত্রী আবাস যোজনায় কড়া পদক্ষেপ রাজ্যের।

    MORE NEWS – নজরে নোট বন্দির টাকা বদল, ইডি’র স্ক্যানারে প্রভাবশালীদের অ্যাকাউন্ট।

    ২০১৬ সালের নোটবন্দি (Demonetisation) নিয়ে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল। যদিও সেবিষয়ে এখনও মোদি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রশ্ন উঠেছে নোটবন্দির সুফল নিয়ে। ফের উঠে এল ওই ঘটনার রেশ। নোটবন্দির সময় দেশের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নোট বদল এবার ইডির স্ক্যানার। ইডি সূত্রের খবর, ২০১৬ সালে নোট বন্দি হওয়ার পর দেশের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কাউন্টের মাধ্যমে নোট বদলের ঘটনা ঘটেছে। ইডির দাবি, পুরনো নোট লগ্নি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments