More
    Homeখবরপ্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি...

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।

    Today Kolkata:- প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা তৈরি নিয়ে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। বিভিন্ন জায়গা থেকে দুর্নীতির অভিযোগ আসছে। চাপের মুখে পঞ্চায়েতের (Panchayet Election) আগে কি অন্য কৌশল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ! তার মধ্যেই প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবদের জন্য বাড়ি তৈরির কাজ নিয়ম মেনে হচ্ছে কি তা দেখার জন্য পৃথক নজরদারি কমিটি গঠন করার নির্দেশ কেন্দ্রের। কেন্দ্রের তরফে রাজ্যকে ৩১ ডিসেম্বরের মধ্যে যে নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে , তাতে ১৭ দফা গাইডলাইন রয়েছে।

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব , ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

    আজ ১২ ডিসেম্বর, শুভেন্দুর ভবিষ্যদ্বাণীতে কী ফলতে চলেছে

    রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান , ”কেউ তথ্য গোপন কিংবা প্রশাসনকে চাপ দিয়ে তৃণমূলের (TMC) নেতারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি করে , তাহলে সেই উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট জেলার প্রশাসনিক কর্তার বিরুদ্ধেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। কেন্দ্রের (Central Government) সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জানিয়ে দিয়েছেন, ”অন্যায় ভাবে বাড়ি পাওয়া বাতিল হওয়া উপভোক্তাদের টাকা ফেরত দিতে হবে।”

    কোথাও বাড়ি থাকা সত্ত্বেও তালিকায় নাম থাকছে তৃণমূল উপপ্রধানের স্ত্রীয়ের, কোথাও আশাকর্মী , অঙ্গনওয়াড়ি কর্মীদের কপালে জুটছে হুমকি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগে বিরোধী কাঁটায় বিদ্ধ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ৩১শে ডিসেম্বরে তালিকা যাচাই করে দেখা হবে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। কেন্দ্রের নির্দেশিকার ক্ষেত্রে সামান্যতম গরমিল হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।

    MORE NEWS – করোনায় কাঁপতে চলেছে দেশ? রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো যাত্রা’ বাতিলের পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

    করোনায় কাঁপতে চলেছে দেশ ? চীনে করোনার বাড়বাড়ন্তের উদ্বেগ এসে পৌঁছেছে এদেশেও। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই পরিকল্পনা পর্যালোচনা করে প্রস্তুত হতে চাইছে কেন্দ্রীয় সরকার । শীর্ষকর্তা এবং বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। আশঙ্কায় রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো যাত্রা’ বাতিল করতে অনুরোধ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, দেশে ফের যাতে করোনা মহামারীর রূপ না নেয়, সেদিকে নজর রেখে জাতীয় স্বার্থে ভারত জোড়ো যাত্রা বাতিল করা উচিত। যদিও কংগ্রেস এর নেপথ্যে রাজনীতি দেখছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments