More
    Homeঅনান্যPriyanka Chopra ইউক্রেনের শিশুদের দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রিয়াঙ্কা...

    Priyanka Chopra ইউক্রেনের শিশুদের দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া।

    Today kolkata:- সারাদিন বোমার শব্দে। বাতাসে কাঁচা বারুদের গন্ধ। ধ্বসে যাওয়া বাড়ির নিচে চাপা পড়া শত শত লাশ। হারিয়ে গিয়েছে অসংখ্য শৈশব। ছাড় পায়নি দুধের শিশুরাও। ইউক্রেনের যে ভয়ংকর পরিস্থিতি তা আর কারও অজানা নয়। রাশিয়ার ক্রমাগত গুলি ও বোমা বর্ষণের বলি বহু শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য। এবার সেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই শান্তির বার্তা দিতে পৌঁছে গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিলেন প্রিয়াঙ্কা। শুধু সোশ্যাল মিডিয়ার পোস্টেই আটকে থাকলেন না প্রিয়াঙ্কা। এবার দেখা করলেন ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে। পোল্যান্ডে গিয়ে শুনলেন তাদের সমস্যার কথা। রাশিয়া-হানায় ওরা হারিয়েছে স্বজন। এখন ওই শিশুদের পরিচয় ওরা ‘উদ্বাস্তু’। শরণার্থী শিবির এখন তাদের সংসার। সেই ভবিষ্যৎ প্রজন্মের দূতদের পাশে দাঁড়াতেই মার্কিন মুলুক থেকে ইউক্রেনে গেলেন অভিনেত্রী।

    উদ্বাস্তু শিশুদের সঙ্গে সময় কাটালেন। ওদের একটুকরো শৈশব ফিরিয়ে দিতে হাতে তুলে দিলেন পুতুল। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের শিশুরাও অভিনেত্রীকে কাছে পেয়ে বেজায় খুশি।  ইউনেসকোর শান্তি-দূত হিসাবে প্রিয়াঙ্কা যখন উদ্বাস্তু শিশুদের সঙ্গে কথা বলছিলেন, তখন ওদের ঝলমলে মুখগুলো দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। দু’গাল বেয়ে জল গড়িয়ে পড়ে অভিনেত্রীর। এর আগে যুদ্ধে পরিজন আর শেষ সম্বলটুকু হারানো মানুষের সংকটের কথা ভেবে মুখ খুলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছিলেন। বিশ্বনেতাদের মানবিক হওয়ার জন্য আবেদন জানিয়ে প্রিয়াঙ্কা তাঁর পোস্টে লিখেছিলেন — ‘উদ্বাস্তুরা অসহায়। অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। বিশ্বনেতাদের কাছে আবেদন— সব ভেদাভেদ, সব রাজনীতি ভুলে এই সর্বহারা মানুষদের পাশে দাঁড়ান।’ তবে এই প্রথমবার নয়, এর আগেও বাংলাদেশের রোহিঙ্গা শিশুদের সঙ্গে দেখা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

    Priyanka Chopra ইউক্রেনের শিশুদের দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া।

    MORE NEWS – Xiaomi নিয়ে আসতে চলেছে ২০০ এমপি ক্যামেরা!

    দিন যত এগোচ্ছে প্রযুক্তি তত আরো উন্নত হচ্ছে। আর বিভিন্ন মোবাইল সংস্থা নতুন নতুন ফিচার আনছে। এবার Xiaomi নিয়ে আসতে চলেছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোন। Xiaomi এই ফোন নিয়ে আসতে পারে Redmi ব্র্যান্ডের অধীনে। রিপোর্ট অনুযায়ী, সেই ফোনটি হল Redmi K50S Pro। টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন যে, Redmi K50S Pro ফোনে ২০০ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত ক্যামেরা ব্যবহার করা যাবে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments