More
    HomeখবরRaj Bhavan রাজভবন এখন থেকে "জন রাজভবন" , মুখ্যমন্ত্রীর হাতে চাবি তুলে...

    Raj Bhavan রাজভবন এখন থেকে “জন রাজভবন” , মুখ্যমন্ত্রীর হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি।

    Today Kolkata:- রাজভবনে মিলবে জনসাধারণের প্রবেশের অনুমতি। গত সোমবার বাংলা সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) রাজভবনের চাবি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে। রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এখন থেকে রাজভবন “জন রাজভবন”। খুব শীঘ্রই রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যার নাম দেওয়া হয়েছে “হেরিটেজ ওয়াক”।

    সোমবার থেকে দুদিনের সফরে এর রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । মঙ্গলবার সন্ধ্যেবেলা ফিরে গিয়েছেন দিল্লি। সোমবার রাষ্ট্রপতি সম্মানে রাজভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। সেখানেই হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সেই সময় মুখ্যমন্ত্রীর হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি। মঙ্গলবার রাতে এই বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজভবন (Raj Bhavan)। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজভবন এখন থেকে “জন রাজভবন”।

    বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে সাধারণ মানুষের জন্য রাজভবনের (Raj Bhavan) দরজা খোলা থাকবে। স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ঔপনিবেশিক মানসিকতা ভাঙতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে বিবৃতিতে। ওই নৈশভোজে রাজ্যপাল একটি বইও উপহার দিয়েছেন রাষ্ট্রপতিকে। বইটির বিষয়বস্তু “রাজ্যপাল হিসাবে পশ্চিমবঙ্গে আনন্দের প্রথম ১০০ দিন।” সাধারণ মানুষের জন্য রাজভবন (Raj Bhavan) খুলে দেওয়ার অনুমতি দেওয়া হলেও, কবে থেকে তা খোলা হবে, তা সিদ্ধান্ত নেবে নবান্ন। সূত্রের খবর, শীঘ্রই এই বিষয় নিয়ে নবান্নের পূর্ত দফতরের আধিকারিকেরা বৈঠকে বসবেন। বৈঠকে থাকবেন রাজভবনের আধিকারিকেরাও।

    Raj Bhavan রাজভবন এখন থেকে “জন রাজভবন” , মুখ্যমন্ত্রীর হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি।

    TRP List প্রকাশ্যে টিআরপির তালিকা , উত্থান-পতনের তালিকায় কোন কোন ধারাবাহিক ? দেখুন তালিকা।

    MORE NEWS – ‘রাস্তাশ্রী’ প্রকল্প ঢপের চপ , একটা টাকাও পাবেন না’’ , ঠিকাদারদের সতর্কবাণী শুভেন্দু অধিকারীর।

    মঙ্গলবার সিঙ্গুরে গিয়ে মমতার গলাতেও শোনা গিয়েছে পুরোনো সেই দিনের কথা। মমতা যেদিন সিঙ্গুরে , সেদিনই কলকাতায় কৃষকদের দাবিদাওয়া নিয়ে পথে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে কৃষকদের বঞ্চনার নানান অভিযোগে কিষান মোর্চার মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত এদিন হয় মিছিল। শুভেন্দুর (Suvendu Adhikari) নজর ছিল সিঙ্গুরে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments