Today Kolkata :- ২২ মার্চ ছুটি নিয়েছিলেন অভিনেতা। মঙ্গলবার রাত থেকেই শুরু জন্মদিন উদ্যাপনের। ছোটবেলার বন্ধুরা সবাই এসেছিলেন বিশেষ দিনটাকে আরও স্মরণীয় করে তোলার জন্য। এই দিনটাতে সর্ব ক্ষণ পাশে ছিলেন এক জনই। তিনি হলেন বিশেষ বান্ধবী সোহিনী সরকার (Sohini Sarkar)। যদিও এখন নিজেদের সম্পর্কটা একটু আড়ালেই রাখতে চান তাঁরা। তাই সোহিনীর প্রসঙ্গ একটু এড়িয়েই গেলেন রণজয় (Ranajay Vishnu)।

রণজয়ের (Ranajay Vishnu) জন্মদিনে সোহিনীর ভূমিকা ঠিক কতটা ? রণজয় বলেন, “সোহিনী তো রয়েছে সব সময়ই। তবে আমাদের প্রসঙ্গে খুব বেশি কথা বলতে চাই না। সোহিনীর (Sohini Sarkar) থেকে বিশেষ উপহারও পেয়েছি। সেটা না হয় আড়ালেই থাকুক।” মাঝে বেশ অনেক দিন একে অপরের থেকে দূরে ছিলেন। তাঁদের ব্রেকআপ নিয়ে অনেক চর্চাও হয়েছিল। তবে আবারও মিল হয়েছে তাঁদের। শহরের আনাচেকানাচে আবারও তাঁদের একসঙ্গে দেখা যায়। ফেসবুক, ইনস্টাগ্রামেও দেখা যায়।
Ranajay Vishanu জন্মদিনে সারাক্ষণ পাশে একজনই – “সোহিনীর দেওয়া বিশেষ উপহার আড়ালেই থাকুক “ – জানালেন রণজয়।
Mahammad Ali গরু পাচারকাণ্ডে যোগ! ইডির ডাকে নথি সহ সিউড়ি থানার আইসির দিল্লি যাত্রা।
MORE NEWS – গুজরাত টাইটান্সের আগামী মরশুমের অধিনায়ক কে ? জানিয়ে দিল টিম ম্যানেজমেণ্ট।
গত মরসুমে হার্দিক পাণ্ড্যকে নেতা করে গুজরাত টাইটান্স (Gujrat Titans)। তার আগে পর্যন্ত হার্দিককে অধিনায়ক হিসাবে দেখা যায়নি। এ বার হার্দিক (Hardik Pandya) খেলতে নামবেন আইপিএলজয়ী অধিনায়ক হিসাবে। যদিও গুজরাত টাইটান্স পরবর্তী অধিনায়কও ভেবে রেখেছে। হার্দিক কখনও ব্যর্থ হলে বা দায়িত্ব ছাড়লে দলের ভার যেতে পারে শুভমন গিলের হাতে। CONTINUE READING
MORE NEWS – ‘‘আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরুদ্ধে। হাঁপিয়ে গিয়েছেন।“ : শুভেন্দু
নিয়োগ দুর্নীতির পর নারদকাণ্ড নিয়েও নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর নিশানায় সেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর একটি ভিডিয়ো (যাচাইকৃত নয়) সত্যতা যাচাই করেনি) পোস্ট করে সমাজমাধ্যমে কুণাল প্রশ্ন তুললেন, কেন এখনও শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি? নিরপেক্ষতা নিয়ে খোঁচাও দিলেন সিবিআইকে। শুভেন্দু (Suvendu Adhikari) যদিও এই নিয়ে মুখ খুলতে চাননি। তাঁর দফতর আবার কুণালকে ‘জেলখাটা আসামি’ সম্বোধন করে জানিয়েছে, এই নিয়ে কোনও মন্তব্য করবে না। CONTINUE READING