More
    HomeখবরRastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের...

    Rastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশ নবান্নের।

    Today Kolkata:- Rastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানে নামার জন্য জেলাশাসকদের (District Magistrate) রূপরেখা তৈরি করে দিল নবান্ন (Nabanna)। পঞ্চায়েত নির্বাচনের (Panchayet Election) কথা মাথায় রেখে যাতে মানুষের কাছে বার্তা দেওয়া যায় রাজ্য সরকার নিজের পয়সায় এই রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ করছে। আগামী ২৮ মার্চ এই শিলান্যাসের দিনক্ষণ আপাতত স্থির হয়েছে।

    Rastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশ নবান্নের।

    প্রসঙ্গত, রাজ্যের প্রায় ৮০০০ রাস্তার শিলন্যাস ও নির্মাণ কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এজন্য তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয়ভাবে এই শিলন্যাস করবেন। তার আগে প্রতিটি গ্রাম পঞ্চায়েত যে রাস্তা সংস্কার বা নির্মাণ কাজ হবে সেখানকার গুরুত্বপূর্ণ স্থানে অন্তত কুড়িটি হোর্ডিং, ফ্লেক্স ও পোস্টার দিতেই হবে। এই পোস্টারে রূপরেখাও নবান্ন (Nabanna) তৈরি করে দেবে। স্থানীয়ভাবে রাস্তার নাম, গ্রামের নাম এবং রাস্তা সর্ম্পকিত বিস্তারিত তথ্য পোস্টার ও হোর্ডিংয়ে রাখতে হবে। ব্লক, মহকুমা ও জেলা সদর দফতরেও অনুরূপ প্রচার করতে হবে।

    প্রতিটি গ্রাম পঞ্চায়েত, ব্লক ,মহকুমা ও জেলাস্তরে কোথায় প্রশাসন থেকে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে এবং সেখানে কোন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক থাকবেন তার বিস্তারিত রিপোর্ট শনিবার ১৭ মার্চের মধ্যে পথশ্রী-রাস্তাশ্রী পোর্টালে আপলোড করতে হবে। জেলা তথ্য আধিকারিকের সঙ্গে আলোচনা করে এই শিলন্যাস নিয়ে অতিরিক্ত প্রচারের কর্মসূচিও সম্ভবমত নিতে হবে। মুখ্যমন্ত্রী (Chief Minister) কেন্দ্রীয়ভাবে এর শিলন্যাস করলেও ওই সময় প্রতিটি গ্রাম পঞ্চেয়েত, ব্লক,মহকুমা ও জেলা সদরে দফতরেও এই শিলান্যাসকে কেন্দ্র করে জনপ্রতিনিধিদের নিয়ে জমায়েত করতে হবে। জমায়েতে স্থানীয় প্রশাসনের কর্তারাও থাকবেন।

    Rastashree রাজ্যের গ্রামীণ রাস্তা নির্মাণ ও সংস্কারে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিল্যান্যাসে ব্যাপক প্রচারাভিযানের নির্দেশ নবান্নের।

    Enforcement Directorate নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার কুন্তল-শান্তনু , ইডির নজরে ‘প্রভাবশালী’ প্রসঙ্গ।

    MORE NEWS – আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কপালে চিন্তার ভাঁজ।

    ভারতের দৈনিক করোনা (Covid-19) সংক্রমণের সংখ্যা চার মাস পরে আবার সাতশো পার করল। সরকারি হিসাবে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৭৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমনকি , কর্নাটকে মৃত্যুও হয়েছে এক করোনা আক্রান্ত রোগীর। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments