More
    HomeখবরRastashree 'রাস্তাশ্রী' প্রকল্প ঢপের চপ , একটা টাকাও পাবেন না’’ , ঠিকাদারদের...

    Rastashree ‘রাস্তাশ্রী’ প্রকল্প ঢপের চপ , একটা টাকাও পাবেন না’’ , ঠিকাদারদের সতর্কবাণী শুভেন্দু অধিকারীর।

    Today Kolkata:- Rastashree মঙ্গলবার সিঙ্গুরে গিয়ে মমতার গলাতেও শোনা গিয়েছে পুরোনো সেই দিনের কথা। মমতা যেদিন সিঙ্গুরে , সেদিনই কলকাতায় কৃষকদের দাবিদাওয়া নিয়ে পথে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরুদ্ধে কৃষকদের বঞ্চনার নানান অভিযোগে কিষান মোর্চার মিছিলের নেতৃত্ব দেন শুভেন্দু অধিকারী। কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত এদিন হয় মিছিল। শুভেন্দুর (Suvendu Adhikari) নজর ছিল সিঙ্গুরে।

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘ঘটনাচক্রে আজকে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আরেকটা ঢপের চপ খাওয়ানোর জন্য ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করছেন মুখ্যমন্ত্রী।’’ ‘রাস্তাশ্রী’ প্রকল্প নিয়ে মমতাকে কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য, ‘‘উনি নারকেল ফাটাচ্ছেন। ঠিকাদারদের বলব রাস্তা নির্মাণের কাজ করবেন না। পঞ্চায়েত ভোটের আগে এ সবই ঢপের চপ। একটা টাকাও পাবেন না।’’

    কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও স্লোগানে চলল বিজেপির (BJP) মিছিল। পদ্ম শিবিরের যে রাজনৈতিক আন্দোলন কর্মসূচির মূল নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। ফসলের ন্যায্য মূল্য না পাওয়া, কৃষক আত্মহত্যা, সারের কালোবাজারির ইস্যু সহ আগামী দিনে জেলায় জেলায় কৃষক স্বার্থে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় এদিন পদ্ম শিবিরের তরফে।

    Rastashree ‘রাস্তাশ্রী’ প্রকল্প ঢপের চপ , একটা টাকাও পাবেন না’’ , ঠিকাদারদের সতর্কবাণী শুভেন্দু অধিকারীর।

    রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে ২৯৮ টি রাস্তার শিলান্যাস নিয়ে, সাংবাদিক বৈঠকে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি

    Kolkata Knight Riders বিধ্বংসী ফর্মে শাকিব-লিটন , আইপিএলে স্বস্তিতে কলকাতা নাইট রাইডার্স।

    MORE NEWS – রাজভবন এখন থেকে “জন রাজভবন” , মুখ্যমন্ত্রীর হাতে চাবি তুলে দিলেন রাষ্ট্রপতি।

    রাজভবনে মিলবে জনসাধারণের প্রবেশের অনুমতি। গত সোমবার বাংলা সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) রাজভবনের চাবি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে। রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এখন থেকে রাজভবন “জন রাজভবন”। খুব শীঘ্রই রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যার নাম দেওয়া হয়েছে “হেরিটেজ ওয়াক”। CONTINUE READING

    Satarup Ghosh সিপিএমের ‘হোলটাইমার’ , ২২ লাখের গাড়ি ! নির্বাচনী হলফনামা টেনে শতরূপ ঘোষকে নিশানা কুণালের।

    বাণিজ্যিক সাফল্য ও সমাজসেবায় অসামান্য অবদানের জন্য মালয়েশিয়াতে একসাথে জোড়া সম্মান পেলেন ঝাড়খণ্ডের প্রখ্যাত সমাজসেবী লুৎফল হক

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments