More
    Homeঅনান্যRear disease আক্রান্ত বেলঘড়িয়ার কিশোর, ছেলেকে বাঁচাতে মায়ের কাতর আবেদন সমাজের কাছে।

    Rear disease আক্রান্ত বেলঘড়িয়ার কিশোর, ছেলেকে বাঁচাতে মায়ের কাতর আবেদন সমাজের কাছে।

    Today Kolkata:-  জন্ম থেকে বিরল রোগে (Rear disease) আক্রান্ত বেলঘড়িয়া দিননাথ চ্যাটার্জি লেনের বাসিন্দা বছর ১৩-এর কিশোর সপ্তানশু ঘোষ। চিকিৎসা বিজ্ঞানের ভাষা সপ্তানশু জন্ম থেকে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামে পেশির এক বিরল রোগে (Rear disease) আক্রান্ত। যার চিকিৎসার খরচ লক্ষ লক্ষ টাকা। এমতাবস্থায় সপ্তানশুর চিকিৎসা এতদিন কোনরকম চালিয়ে যাচ্ছিল তার বাবা ও মা। কিন্তু গত বছর অক্টোবরে মারা যান সপ্তানশু-র বাবা। যারফলে এখন সপ্তানশু-র চিকিৎসা এক প্রকার থমকে রয়েছে। খুব শীঘ্রই সপ্তানশু-র একটি অস্ত্রোপচার দরকার না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। কেন না সপ্তানশু-র পেশী দুর্বল হওয়া তার শিরদাঁড়া শরীরের ডানদিকে ক্রমশ বেঁকে যাচ্ছে।

    যা সরাসরি গিয়ে আঘাত করছে তার ফুসফুসে। এর ফলে যে কোন দিন তার ফুসফুস কাছ করা বন্ধ করে দিতে পারে। আর এই আশঙ্কা করেই শহরের এক নামি হাসপাতালের চিকিৎসক সপ্তানশুকে বাঁচাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন। যার খরচ প্রায় ১৭লক্ষ টাকা। আর অস্ত্রোপচারের জন্য এহেন অর্থের কথা শুনে এখন প্রায় নির্বাক হয়ে পড়েছেন স্বামী হারানো সপ্তানশু-র মা। তিনি এখন চিন্তায় কি করে তার অষ্টম শ্রেণীর পড়ুয়া ছেলেকে বাঁচাবেন। তাই সমাজের কাছে তার কাতর আবেদন ছেলেকে বাঁচাতে যদি কেউ এগিয়ে আসে।

    Rear disease আক্রান্ত বেলঘড়িয়ার কিশোর, ছেলেকে বাঁচাতে মায়ের কাতর আবেদন সমাজের কাছে।

    MORE NEWS – Shalbani Thana শালবনী থানার উদ্যোগে জঙ্গল মহলে শুরু হলো “বিনামূল্যের পাঠশালা”

    পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বুড়িশোল গ্রামেটি জঙ্গল লাগোয়া লোধা অধুষ্যিত এলাকা। আর ওই এলাকাযর কমিউনিটি শেডে শুরু হলো শালবনি থানার (Shalbani Thana)  উদ্যোগে এক “বিনামূল্যের পাঠশালা”। মূলত দারিদ্র ও অতিমারীর নিষ্ঠুর দহনে স্কুল ছুট হয়ে যাওয়া, বিদ্যালয়ের মুখ না দেখা ও প্রায় ‘বর্ণপরিচয়’ ভুলতে বসা কচিকাঁচাদের পাঠদান করতেই এই উদ্যোগ। শালবনী থানার (Shalbani Thana) দায়িত্ব প্রাপ্ত আধিকারিক গোপাল বিশ্বাশের মস্তিষ্কপ্রসূত এই পাঠশালার উদ্যোগ নিয়েছে শালবনী থানা (Shalbani Thana)। সহযোগিতার হাত বাড়িয়েছে এলাকার জনপ্রিয় সমাজসেবী সংগঠন “ছত্রছায়া” এই পাঠশালায় পাঠদান করবেন বুড়িশোল গ্রামেরই গৃহবধূ অপরূপা পাল মহাশয়া। পাঠ শালাটির সামগ্রিক দেখভাল করবেন এলাকার জনপ্রিয়, CONTINUE READING

    National dengue day বর্ণাঢ্য রেলি এর মাধ্যমে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হল হিলিতে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments