More
    Homeঅনান্যReserve Bank Of India ফের বদলাতে চলেছে ৫০০ টাকার নোট, পরিবর্তনের পথে...

    Reserve Bank Of India ফের বদলাতে চলেছে ৫০০ টাকার নোট, পরিবর্তনের পথে রিজার্ভ ব্যাঙ্ক।

    Today kolkata:- ফের নোট সম্পর্কিত বদল আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক। একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, এবার ৫০০ টাকার নোটে বড়সড় পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। আজ থেকে প্রায় ৬ বছর আগে নোট বন্দির মাধ্যমে বাতিল করা হয়েছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। ভারতের বাজারে ইস্যু হয় নতুন ১০০, ২০০, ৫০০ ও ২০০০ টাকার নোট। তবে এবার নোট বন্দি না হলেও ৫০০ টাকার নোটে আপগ্রেডেশনের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে যে নোট ও কয়েনগুলি বাজারে উপলব্ধ সেগুলি কীভাবে দৃষ্টিহীন ও বিশেষভাবে সক্ষমদের জন্য আরো সহায়ক করা যায়, সেবিষয়ে বিশেষজ্ঞদের মতামত চেয়েছে বোম্বে হাই কোর্ট।

    বিশেষজ্ঞরা যদি সঠিক কোন পরামর্শ হাই কোর্টকে প্রদান করতে পারে, তবে বর্তমান প্রচলিত নোটগুলির আপগ্রেডেশন হবে। এমনটাই খবর সূত্রের। উল্লেখ্য, এর আগেও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বিশেষভাবে সক্ষমদের সুবিধার কথা ভেবেই নোটে কিছু পরিবর্তন করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে ২০২০ সালে প্রকাশ করা MANI App টি আপডেট করা হয়েছে। এই অ্যাপ খুব সহজেই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভয়েসের সাহায্যে জানিয়ে দেয় নোটের মূল্য। বিশেষজ্ঞের পরামর্শের পরই সাধারণত নোটের ক্ষেত্রে এই পরিবর্তন আনা হয়।

    Reserve Bank Of India ফের বদলাতে চলেছে ৫০০ টাকার নোট, পরিবর্তনের পথে রিজার্ভ ব্যাঙ্ক।

    Weather update Puja পুজোতে বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন আগামী পাঁচ দিনের আবহাওয়া।

    Supreme Court of India টিভি চ্যানেলের সঞ্চালকরা তাঁদের লক্ষ্মণরেখা অতিক্রম করছেন : সুপ্রিম কোর্ট।

    Mother Dairy দুর্গাপুজোর পর ফের বাড়তে পারে দুধের দাম, ইঙ্গিত মাদার ডেয়ারির।

    MORE NEWS – পুজোয় কেষ্ট খাবে কব্জি ডুবিয়ে, এলাহি আয়োজন জেলের হেঁসেলে।

    এবছর পুজো বাপ বেটির একেবারেই ভালো কাটবে না। হ্যাঁ ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অনুভূত মন্ডল এবং তার মেয়ে সুকন্যা মণ্ডলের বিষয়ে। ফি বছর পুজোর দিনগুলি তাঁর গ্রামের বাড়িতে আয়োজিত দুর্গাপুজো নিয়ে কাটাতেন। তবে তার মাঝেও সময় বের করে মেয়েকে নিয়ে সিউড়ি, বোলপুর, রামপুরহাটের কয়েকটি বাছাই মণ্ডপে ঢুঁ মারতেন। কিন্তু এবছর ছবিটা একেবারেই অন্য। গরু পাচার মামলার অভিযোগে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল রয়েছেন আসানসোলের সংশোধনাগার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments