More
    Homeঅনান্যRetired employees federation পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চতুর্থ ত্রি- বার্ষিকী সম্মেলন।

    Retired employees federation পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চতুর্থ ত্রি- বার্ষিকী সম্মেলন।

    Today Kolkata:- রিটায়ার্ড এমপ্লয়ীজ ফেডারেশন (Retired employees federation) (প:ব:) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চতুর্থ ত্রি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় খড়্গপুর গোলখুলি দূর্গা মন্দির সভাগৃহে। সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মদনমোহন ভট্টাচার্য্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক সোমনাথ ঘোষ, সভাপতি দিলীপ কুমার সরখেল, সুব্রত সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন। সারা জেলা থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নানা জনস্বার্থবিরোধী কাজের সমালোচনা করা হয়, এবং সরকারের কাছে নিজেদের দাবি দাওয়া নিয়ে কিভাবে আন্দোলন গড়ে তোলা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

    Retired employees federation পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে চতুর্থ ত্রি- বার্ষিকী সম্মেলন।

    MORE NEWS – Actress Pallabi Dey রবিবার সাত সকালে আবাসনের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার টলিউড অভিনেত্রীর।

    Today Kolkata:- রবিবার সাত সকালে আবাসনের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার টলিউড অভিনেত্রীর (Actress Pallabi Dey) । এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। মৃত অভিনেত্রীর নাম পল্লবী দে (Actress Pallabi Dey) । তাঁর মৃত্যুর কারণ এখন পর্যন্ত অজানা। তবে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান তিনি আত্মহত্যা করেছেন। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত প্রক্রিয়া। ইতিমধ্যেই গড়ফা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে বলে খবর।রবিবার তাঁর গড়ফার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। গাঙ্গুলিপুকুর এলাকায় থাকতেন তিনি। আমি সিরাজের বেগম ধারাবাহিকে অভিনয় করে দর্শকের নজরে এসেছিলেন তিনি। বর্তমানে ‘মন মানে না’ নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। পল্লবী হাওড়ার রামরাজাতলা, CONTINUE READING

    MORE NEWS – Rear disease আক্রান্ত বেলঘড়িয়ার কিশোর, ছেলেকে বাঁচাতে মায়ের কাতর আবেদন সমাজের কাছে।

    Today Kolkata:-  জন্ম থেকে বিরল রোগে (Rear disease) আক্রান্ত বেলঘড়িয়া দিননাথ চ্যাটার্জি লেনের বাসিন্দা বছর ১৩-এর কিশোর সপ্তানশু ঘোষ। চিকিৎসা বিজ্ঞানের ভাষা সপ্তানশু জন্ম থেকে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি নামে পেশির এক বিরল রোগে (Rear disease) আক্রান্ত। যার চিকিৎসার খরচ লক্ষ লক্ষ টাকা। এমতাবস্থায় সপ্তানশুর চিকিৎসা এতদিন কোনরকম চালিয়ে যাচ্ছিল তার বাবা ও মা। কিন্তু গত বছর অক্টোবরে মারা যান সপ্তানশু-র বাবা। যারফলে এখন সপ্তানশু-র চিকিৎসা এক প্রকার থমকে রয়েছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments