More
    HomeচাকরিRRB Job Recruitment 2023 : চাকরির বাজারে সুখবর! ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায়...

    RRB Job Recruitment 2023 : চাকরির বাজারে সুখবর! ন্যুনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় মোটা অংকের বেতনে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ! বিস্তারিত জানুন

     

     

    ভারতীয় রেল বিভাগের তরফ থেকে সকল মাধ্যমিক পাশ বেকার চাকরিপ্রার্থীদের আবারও নতুন করে বিপুল সংখ্যক শূন্যপদে গ্ৰুপ ‘ডি’ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা উভয়েই ন্যুনতম মাধ্যমিক পাশ বেকার চাকরিপ্রার্থীরা সকলেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী পদে মাসিক মোটা অংকের বেতনে কর্মী নিয়োগ করা হবে। চলুন তাহলে আর দেরি না করে এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

     

    • নিয়োগকারী সংস্থা ও শূন্যপদের নাম :-

     

    কেন্দ্রীয় সরকারের অধীনস্থ North Western Railway Recruitment Cell এর পক্ষ থেকে সারা দেশে মোট ২৩৮ টি শূন্যপদে সম্পূর্ণ বিনামূল্যে ১ বছরের প্রশিক্ষনের মাধ্যমে Loco Pilot নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পত্র জমা নেওয়া শুরু হয়েছে।

     

    • শিক্ষাগত যোগ্যতা :-

     

    উপরিউক্ত শূন্যপদে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট পদ সম্পর্কিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

     

    • নির্ধারিত বয়সসীমা :-

     

    এখানে সংশ্লিষ্ট শূন্যপদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীর বয়স ১/০৭/২০২৩ অনুযায়ী সর্বোচ্চ ৪২ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর এবং OBC প্রার্থীরা ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

     

    • স্টিপেন্ডের পরিমাণ :-

     

    এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে Loco Pilot পদে প্রশিক্ষনকারী দের প্রতি মাসে ২য় পে লেভেল ম্যাট্রিক্স অনুযায়ী ১৯,০০০ টাকা করে স্টিপেন্ড দেওয়া হবে।

     

    • আবেদন পদ্ধতি :-

     

    উপরিউক্ত পদে প্রশিক্ষণের মাধ্যমে চাকরি পাওয়ার জন্য চাকরিপ্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যে যে পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল –

     

    ১) প্রথমে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.rrcjaipur.in এ প্রবেশ করতে হবে।

     

    ২) এরপর সেখানে “GDCE Online/E-Application” এই লিঙ্কে ক্লিক করতে হবে।

     

    ৩) এরপর New Registration লিঙ্কে ক্লিক করে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

     

    ৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে একটি User Id ও Password দেওয়া হবে সেটি দিয়ে Login করতে হবে।

     

    ৫) এরপর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের আকারে একটি নতুন পেজ খুলবে সেখানে নির্দিষ্ট স্থান অনুযায়ী প্রয়োজন মতো তথ্য দিয়ে ফর্মটিকে ফিলাপ করে Save and Next button এ ক্লিক করতে হবে।

     

    ৬) এরপর মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট সহ অন্যান্য সব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান হয়ে যাবে।

     

    ৭) সবশেষে এই অ্যাপ্লিকেশান ফর্মের একটি প্রিন্ট আউট বের করে নিজেদের কাছে রেখে দেবেন।

     

    • প্রয়োজনীয় নথীপত্র :-

     

    অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সব প্রয়োজনীয় নথীপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলি হল –

     

    ১) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করা।

     

    ২) আধার কার্ড স্ক্যান করা।

     

    ৩) মাধ্যমিক সহ আরও যদি কোনো উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে সেই সব কিছুর মার্কসীট ও সার্টিফিকেট স্ক্যান করা।

     

    ৪) ITI কোর্সের সার্টিফিকেট স্ক্যান করা।

     

    ৫) কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

     

    ৬) কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে তা স্ক্যান করা।

     

    ৭) এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করা।

     

    ৮) আবেদনকারীর নিজস্ব সিগনেচার স্ক্যান করা।

     

    ৯) লেফট থাম্ব ইমপ্রেশন স্ক্যান করা।

     

    • প্রার্থী বাছাই পদ্ধতি :-

     

    অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর আবেদনকারী প্রার্থীদের একটি কম্পিউটার বেসড বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। এই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন তাদেরকে জয়েনিং লেটার পাঠিয়ে ১ বছরের প্রশিক্ষন প্রদান করে প্রশিক্ষণ শেষে চাকরিতে নিয়োগ করা হবে।

     

    • আবেদনের সময়সীমা :-

     

    North Western Railway Recruitment Cell এর অধীনে Loco Pilot পদে কর্মী নিয়োগ করার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া আগামী ৭/০৪/২০২৩ সকাল ১০ টা থেকে শুরু হবে এবং এই প্রক্রিয়া টানা এক মাস ধরে অর্থাৎ ৬/০৫/২০২৩ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments