More
    HomeখবরSahid shobha আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ সভা করবে তৃণমূল।

    Sahid shobha আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ সভা করবে তৃণমূল।

    Today Kolkata:- আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ সভা (Sahid shobha) করবে তৃণমূল। সেই উপলক্ষে আজ মঙ্গলবার কিষান ক্ষেতমজুর পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে তৃনমূল কর্মীসভার আয়োজন করা হয় দাঁতন ১ নং ব্লকের নূতন বাজার এলাকায়। উপস্থিত ছিলেন দাঁতন ১নং ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি প্রতুল ঘোষ, কিষান সভাপতি,হরেন বেরা, কৃষাণ সেলের জেলা সভাপতি শ্যামসুন্দর সৎপতি ও জেলা ক্ষেত মজুর সেলের তৃনমূল সাধারণ সম্পাদক তথা শালবনী ব্লকের কিষান সেলের সভাপতি সনৎ মাহাত সহ অঞ্চলের সভাপতি ও কর্মীগন। মূলত একুশে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ সফল করার লক্ষ্যেই এই কর্মীসভার আয়োজন বলে জানা গিয়েছে।

    Sahid shobha আগামী ২১শে জুলাই কলকাতার ধর্মতলা শহীদ সভা করবে তৃণমূল।

    Bangladesh- India বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ১১টি চেকপোস্টে ফের ইমিগ্রেশন কার্যক্রম চালু করা হয়েছে।

    Chandrakonaroad বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দ্রকোনারোডে সচেতনতা প্রচার।

    Kharagpur GRP ন্যাশনাল অ্যান্টি ড্রাগ ডে উপলক্ষ্যে খড়্গপুর স্টেশনে জিআরপি র পক্ষ থেকে সচেতনতা শিবির।

    প্লাস্টিক বর্জন সচেতনতায় আবারো রাস্তায় পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডু।

    MORE NEWS – প্রয়াত অমূল্যভূষণ গুপ্তকে শেষ শ্রদ্ধা বারাসাত পুরসভার।

    রবিবার ব্যাঙ্গালোরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ডঃ অমূল্যভূষণ গুপ্তর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সোমবার সকালে অমূল্যবাবুর নিথর দেহ দমদম বিমানবন্দরে সকালে পৌঁছায়। প্রবীণ এই শিক্ষাবিদের মরদেহ আনতে দমদম বিমানবন্দরে উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার (Barasat Municipality) চেয়ারম্যান অশনি মুখার্জি, বারাসাত পুরসভার স্বাস্থ্য ও শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি  কাউন্সিলর ডাঃ বিবর্তন সাহা, বিশিষ্ট সমাজসেবী নির্মল রায়চৌধুরী , বারাসাত পুরসভার বেশ কয়েকজন চেয়ারম্যান ইন কাউন্সিল, CONTINUE READING

    MORE NEWS – মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

    মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর পরিদর্শন করলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সোমবার সকালে ইংলিশ বাজার পৌরসভা পক্ষ থেকে হাসপাতাল চত্বর জুড়ে সাফাই অভিযান চালানো হয়। এরপরই হাসপাতাল চত্বর পরিদর্শনে আসেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। হাসপাতাল চত্বর পরিদর্শন করার পাশাপাশি তিনি বিভিন্ন নিকাশী নালা পরিদর্শন করেন। স্থানীয় দোকানদাররা নিকাশি নালায় বিভিন্ন নোংরা আবর্জনা ফেলায় এই নিয়ে একরাশ ক্ষোভ খ্উগড়ে দেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments