More
    HomeখবরShah Rukh Khan সমর্থকদের সাথে নিবিড় সম্পর্ক , নয়া অ্যাপ লঞ্চ...

    Shah Rukh Khan সমর্থকদের সাথে নিবিড় সম্পর্ক , নয়া অ্যাপ লঞ্চ করল কলকাতা নাইট রাইডার্স , উদ্বোধনে স্বয়ং শাহরুখ।

    Today Kolkata:- কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) টিমের অনুরাগী ? আইপিএলের সময় বেগুনি জার্সিধারীদের জয়ের জন্য গলা ফাটান? তাহলে আপনার জন্য সুখবর। কেকেআর টিমকে সমর্থকদের আরও কাছে নিয়ে আসতে অভিনব উদ্যোগ কলকাতার ফ্র্যাঞ্চাইজিটির। কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল, সমর্থকদের জন্য একটি ফাটাফাটি ক্লাব নিয়ে আসছে কেকেআর।

    আইপিএল শুরুর দিন তিনেক আগেই কেকেআর নিয়ে চলে এল সমর্থকদের ফাটাফাটি একটি অ্যাপ। যার নাম রাখা হয়েছে ‘নাইট ক্লাব’ (Knight Club)। অ্যাপের উদ্বোধন করলেন দলের অন্যতম মালিক স্বয়ং শাহরুখ খান (Shah Rukh Khan)। একটি প্রমোশনাল ভিডিয়োর মাধ্যমে অ্যাপ লঞ্চ করেছেন কিং খান। দলের সঙ্গে সমর্থকদের কীভাবে সংযোগ ঘটাবে এই অ্যাপ ?

    এ বারের আইপিএল দলগুলির কাছে আরও স্পেশাল। কারণ বহুদিন পর ফিরছে হোম, অ্যাওয়ে ফরম্যাট। ফের কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের ভিড়ে মুখরিত হবে ইডেন গার্ডেন্সের গ্যালারি। ইতিমধ্যে নাইটদের (Kolkata Knight Riders) নতুন জার্সির উন্মোচন হয়েছে। তার আগে অনুরাগীদের জন্য অভিনব উদ্যোগ দলটির। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ‘একদম ফাটাফাটি অ্যাপ’ নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছিল কেকেআর। সেটা কতটা ফাটাফাটি তার প্রমাণ মিলল মঙ্গলবার সকালেই। অ্যাপ নিয়ে হাজির স্বয়ং শাহরুখ খান।

    Shah Rukh Khan সমর্থকদের সাথে নিবিড় সম্পর্ক , নয়া অ্যাপ লঞ্চ করল কলকাতা নাইট রাইডার্স , উদ্বোধনে স্বয়ং শাহরুখ।

    Rinku Singh চরম দারিদ্রতার সঙ্গে লড়াই , ঝাড়ুদার রিঙ্কু সিং আজ নাইটদের অন্যতম ভরসা।

    MORE NEWS – কেন্দ্রীয় সরকারকে নিশানা , সিঙ্গুরে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী।

    সিঙ্গুরে দাঁড়িয়ে বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে (Central Government) নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জিএসটি সহ একাধিক বিষয় নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এদিন সিঙ্গুর থেকেই পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। CONTINUE READING

    MORE NEWS – আইপিএলে খেলা নিয়ে সংশয় ! শাকিব-লিটন সহ ১৭ জনের তালিকায় আর কত জন ?

    শুক্রবার শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরশুম। হোম অ্যাওয়ে ফরম্যাটে ফিরছে আইপিএল। ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এ বারের আইপিএল। কিন্তু প্রতিযোগিতার শুরু থেকেই সব ক্রিকেটারকে পাবে না ফ্র্যাঞ্চাইজিগুলি। কিছু ক্রিকেটার কয়েক দিন পরে দলের সঙ্গে যোগ দেবেন। আবার কিছু ক্রিকেটার মাঝপথে দল ছাড়তে পারেন। তালিকায় রয়েছে ৯ দলের মোট ১৭ জন ক্রিকেটার। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments