More
    Homeঅনান্যShalbani Thana শালবনী থানার উদ্যোগে জঙ্গল মহলে শুরু হলো "বিনামূল্যের পাঠশালা"।

    Shalbani Thana শালবনী থানার উদ্যোগে জঙ্গল মহলে শুরু হলো “বিনামূল্যের পাঠশালা”।

    পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের বুড়িশোল গ্রামেটি জঙ্গল লাগোয়া লোধা অধুষ্যিত এলাকা। আর ওই এলাকাযর কমিউনিটি শেডে শুরু হলো শালবনি থানার (Shalbani Thana)  উদ্যোগে এক “বিনামূল্যের পাঠশালা”। মূলত দারিদ্র ও অতিমারীর নিষ্ঠুর দহনে স্কুল ছুট হয়ে যাওয়া, বিদ্যালয়ের মুখ না দেখা ও প্রায় ‘বর্ণপরিচয়’ ভুলতে বসা কচিকাঁচাদের পাঠদান করতেই এই উদ্যোগ। শালবনী থানার (Shalbani Thana) দায়িত্ব প্রাপ্ত আধিকারিক গোপাল বিশ্বাশের মস্তিষ্কপ্রসূত এই পাঠশালার উদ্যোগ নিয়েছে শালবনী থানা (Shalbani Thana)। সহযোগিতার হাত বাড়িয়েছে এলাকার জনপ্রিয় সমাজসেবী সংগঠন “ছত্রছায়া” এই পাঠশালায় পাঠদান করবেন বুড়িশোল গ্রামেরই গৃহবধূ অপরূপা পাল মহাশয়া। পাঠ শালাটির সামগ্রিক দেখভাল করবেন এলাকার জনপ্রিয় শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ ঘোষ । অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে থাকা মৌন মলিন মুখ গুলিতে পরিপূর্ণতার হাসি ফুটিয়ে তোলাই মূল লক্ষ্য এই পাঠশালা । কিছু দিনের মধ্যে আরো দুটো পাঠশালা এরকম চালু করার পরিকল্পনা চলছে। এমনটাই জানিয়েছেন সমাজসেবী সংগঠন ছত্রছায়ায় গ্রুপের কর্ণধার নুতন ঘোষ।

    Shalbani Thana শালবনী থানার উদ্যোগে জঙ্গল মহলে শুরু হলো “বিনামূল্যের পাঠশালা”।

    MORE NEWS – Murshidabad মুর্শিদাবাদ শহরে ক্লোরিন গ্যাসের কন্টেনার লিক করে অসুস্থ 18 জন।

    Today Kolkata:- সোমবারের দিন মুর্শিদাবাদ (Murshidabad) শহরের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন এলাকার লালবাগ মহকুমা P.H.E. দপ্তরের একটি পরিতক্ত রিজার্ভার ভাঙ্গার কাজ চলাছিল P.H.E. দফতরের কর্মীরা তখনই অসাবধান বসত মাটির তলার ক্লোরিন গ্যাসের কন্টেনার ভেঙে যায় আর যার জেরে P.H.E. দপ্তরে কর্মরত চারজন সহ পার্শ্ববর্তী এলাকার 14 জন অসুস্থ হয়ে পড়েন, গুরুতর অসুস্থ অবস্থায় মোট 18 জনকে মুর্শিদাবাদ (Murshidabad) শহরের লালবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে, পাশাপাশি একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে লালবাগ মহাকুমা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে সোমবারের দিন একটি বুলডোজার দিয়ে মুর্শিদাবাদ শহরের রেজিস্ট্রি অফিস মোড় সংলগ্ন লালবাগ মহাকুমার P.H.E. দপ্তরের একটি পরিত্যক্ত রিজার্ভার ভাঙার কাজ চলছিল P.H.E. CONTINUE READING

    Bangladesh বাংলাদেশের বাজারে মার্কিন ডলারের দামে অস্থিরতা বিরাজ করছে।

    C.S.P নবনির্মিত এর ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল নন্দীগ্রামে।

    Legal metrology department ও মধ্যমগ্রাম থানার যৌথ অভিযান মধ্যমগ্রামে বাজারে, আটক চারটি ওয়েট মেশিন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments