More
    Homeঅনান্যShinzo Abe জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবের ওপর প্রাণঘাতি হামলা।

    Shinzo Abe জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবের ওপর প্রাণঘাতি হামলা।

    টোকিও, জাপান, 08/07/2022:- জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবের (Shinzo Abe) ওপর প্রাণঘাতি হামলা চালানো হয়েছে এবং আততায়ীর গুলিতে তিনি নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেও জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব সাফল্যের সাথে পালন করছিলেন সিনজো আবে। কিন্তু আচমকাই অসুস্থতার কারনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সরে দাঁড়ান তিনি। অসুস্থ থাকলেও দলীয় কর্মসূচীতে নিয়মিত যোগদান করছিলেন সিনজো। এদিন পশ্চিম জাপানের নারা শহরে তাঁর দল লিবারাল ডেমোক্রেটিক পার্টির একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন সিনজো আবে। সেই সময় আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে জাপানের এনএইচকে টেলিভিশন। আততায়ীর ছোঁড়া গুলি সিনজোর হার্ট ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। জাপানের স্থানীয় মিডিয়া জানাচ্ছে এই ঘটনায় পুলিশ অত্যন্ত তৎপর হয়ে উঠেছে এবং এই ঘটনায় একজন ধরা পড়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে জাপান পুলিশ।

    Shinzo Abe জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী সিনজো আবের ওপর প্রাণঘাতি হামলা।

    সাধারণ মানুষের সুবিধার্তে সরিষা অঞ্চলে “এক ডাকে অভিষেক” সফল করতে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু হলো।

    Sayani Ghosh “গণতন্ত্র এ সবার যেমন বাক স্বাধীনতা আছে” একথা জানান যুবনেত্রী সায়নী ঘোষ।

    Malda Chanchal এবার জাতীয় স্তরে মালদহের চাঁচলকে সাফল্য এনে দিলো পাঁচ বছরের ক্ষুদে সুচরিতা।

    Aam aadmi party ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন মানিকচক ব্লক আম আদমি পাটীর প্রতিনিধি দল।

    MORE NEWS – পূর্ব রেলওয়ে মালদা ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মহাবিদ্যালয় যাওয়ার জন্য পড়ুয়াদের বাস পরিষেবা আর দেওয়া হবে না।

    বাস দুর্ঘটনার পর পূর্ব রেলওয়ে মালদা ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মহাবিদ্যালয় যাওয়ার জন্য পড়ুয়াদের বাস পরিষেবা আর দেওয়া হবে না। আর এই নিয়েই ক্ষুব্ধ অভিভাবকরা । বাসের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মালদা রেলওয়ে ডিভিশনের ডিআরএম এর অফিসে বাস চালু করার দাবিতে আর্জি জানালো অভিভাবকরা। তাদের দাবি পড়ুয়াদের স্কুল নিয়ে যাওয়ার জন্য বাস চালু না করা হলে পড়ুয়াদের স্কুল যেতে অসুবিধা হবে। এদিকে পড়ুয়াদের দ্রুত ইস্কুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করা হলে আন্দোলনে হুমকি দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার তৃণমূল কাউন্সিলর গৌতম দাসও। যদিও ক্ষুব্ধ ওই অভিভাবকরা বাসের দাবিতে ডিআরএম অফিসে আরজি জানালেও কোন লাভ হয়নি ।রেলকর্তারা তাদের কোন কথাই শুনতে রাজি নন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments