More
    HomeখবরSingur কেন্দ্রীয় সরকারকে নিশানা , সিঙ্গুরে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী।

    Singur কেন্দ্রীয় সরকারকে নিশানা , সিঙ্গুরে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী।

    Today Kolkata:- Singur সিঙ্গুরে দাঁড়িয়ে বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে (Central Government) নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জিএসটি সহ একাধিক বিষয় নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। এদিন সিঙ্গুর থেকেই পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

    এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “২২ টি জেলার ৩০ হাজার গ্রামে রাস্তা তৈরি করতে পৌনে ৪ হাজার টাকা খরচ হবে। সবটাই রাজ্য সরকারের টাকা। জিএসটি সমর্থন ভুল ছিল। ভেবেছিলাম রাজ্য গুলোর ভাল হবে। দেখছি ১০০ দিনের টাকা বন্ধ। কেন্দ্রীয় সরকার সরকারকে (Central Government) ৭০০০ কোটি টাকার এক টাকা দেয়নি। একাধিকবার প্রথম হয়েছিলাম, তাই হিংসে হতে পারে। যে রাস্তা হচ্ছে মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের সরকারকে (Central Government) মনিটরিং থাকবে। ১০০ দিনের কাজ যাঁরা করতেন, তাঁরা কাজ করবেন।”

    Singur কেন্দ্রীয় সরকারকে নিশানা , সিঙ্গুরে দাঁড়িয়ে সরব মুখ্যমন্ত্রী।

    Suvendu Adhikari সুপ্রিম কোর্টে পঞ্চায়েত মামলা ! শীর্ষ আদালতের কাছে বিশেষ আর্জি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

    Ayan Shil বৈধ উপায়ে চাকরি পাওয়া ব্যক্তির কাছ থেকেও টাকা চাওয়ার অভিযোগ শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলের বিরুদ্ধে।

    তিনি বলেন, “শুধু ছবি লাগালে হয় না। বুদ্ধি খরচ করতে হয়। আমরা দেখি সারা বাংলায় মাত্র ৩০ হাজার কিলোমিটার রাস্তা আছে ২০১১ সালে। ২০১৪ সালে আমলাশোলে গিয়ে ১৬ হাজার কিমি গ্রামীণ রাস্তা , ২০১৭ সালে ভাঙ্গর থেকে ২৫ হাজার কিমি, ২০২০ সালে উত্তরবঙ্গ ১৭ হাজার কিমি। বড় ট্রাক গ্রামের রাস্তায় ঢুকতে দেবেন না। বাংলার গ্রামীণ যোজনা তে ২৬ হাজার কিমি রাস্তা নির্মাণ হয়েছে। রেলকে বলতে হবে বাড়ি গুলো ভাল করো না হয় আমাদের দাও।”

    মুখ্যমন্ত্রী বলেন, “সিঙ্গুরের জমি ফেরানো নিয়ে ২৬ দিন জল না খেয়ে আমরণ অনশন করেছি। তাপসী মালিকের নামে স্তম্ভ করেছি। ট্রমা কেয়ার সেন্টার করেছি। সিঙ্গুরে কৃষকদের চাষযোগ্য জমি ফিরিয়ে দেওয়া হয়েছে কথা দিয়েছিলাম কথা রেখেছি। ২৫০ একর জমি পড়ে রয়েছে। সেই জমিতে চাষের উপযুক্ত করার জন্য নিচু জমিতে মাটি দিয়ে সমান নিকাশি নালা নির্মাণ হয়েছে। ৬ টি টিউবওয়েল করছি। ইন্ডাস্ট্রি শুরু করে দিতে বলব যাতে লোকাল ছেলেরা যাতে কাজ পান।”

    TRP List প্রকাশ্যে টিআরপির তালিকা , উত্থান-পতনের তালিকায় কোন কোন ধারাবাহিক ? দেখুন তালিকা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments