More
    Homeআন্তর্জাতিকSk Hasina চারদিনের ভারত সফরে হাসিনা।

    Sk Hasina চারদিনের ভারত সফরে হাসিনা।

    Today Kolkata:- ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sk Hasina )। তাঁকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সোমবার চার দিনের সফরে এলেন তিনি। এদিন দু’দেশের মধ্যে সাত চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে সূত্রের খবর। জলবণ্টন, রেল, বিজ্ঞান, প্রযুক্তি-সহ সাত চুক্তি সই করা হতে পারে। রবিবার এ কথা জানিয়েছেন বাংলাদেশে বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি বলেছেন, ‘‘আশা করব, শেখ হাসিনার সফর সফল হবে।” সোমবার বিকেলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন করা হয়েছে। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে শেখ হাসিনার। সফরের শেষ দিন রাজস্থানের অজমেঢ়ে যাবেন হাসিনা। সেখান থেকে বাংলাদেশ ফিরে যাওয়ার কর্মসূচি রয়েছে। ৮ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে যাওয়ার কথা তাঁর। মোদির-হাসিনা আলোচনায় তিস্তা জলবণ্টন নিয়ে কোনও কথা হয় কিনা, বা সমাধান সূত্র মেলে কিনা, সেদিকেই তাকিয়ে কূটনৈতিক মহল।

    Sk Hasina চারদিনের ভারত সফরে হাসিনা।

    Partha Mamata Banerjee : ১১ বছর বিধানসভায় মুখ্যমন্ত্রীর পাশে বসতেন পার্থ ! এখন ফাঁকাই রয়েছে আসনটি

    MORE NEWS – বৃহৎ অর্থনীতির দৌড়ে মার্কিন যুক্তরাজ্যকে পিছিয়ে পঞ্চমে ভারত।

    ২০২১-এর শেষ ত্রৈমাসিকে কিস্তিমাত করল ভারত (Indian economy)। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দৌড়ে যুক্তরাজ্যকে পেছনে ফেলে ষষ্ঠস্থান থেকে পঞ্চম স্থানে উঠে আসল গঙ্গা নদীর দেশ ভারত। এর ফলে তালিকার ষষ্ঠ অবস্থানে নেমে গেছে ব্রিটিশরা। এ বিপর্যয় আগামীতে যুক্তরাজ্যের নতুন সরকার প্রধানকে আরো চাপের মধ্যে ফেলবে তা বলাই বাহুল্য।
    আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জিডিপি পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। ২০২২ সালের প্রব্রিটেনের অর্থনীতির আকার ছিল ৮১৬ ডলার। CONTINUE READING

    MORE NEWS – পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট!

    রাজ্যে ফের নয়া করে টেট পরীক্ষার সবুজ সংকেত দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নব নিযুক্ত সভাপতি। পুজোর পরেই রাজ্যে প্রাথমিকের টেটের সম্ভাবনা, অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি তেমনটাই। দীর্ঘ ৫ বছরের পর ফের রাজ্যে নয়া করে প্রাইমারি টেট (Primary TET) ফর্ম ফিলাপ নেওয়ার জোরকদমে প্রস্তুতি চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক। পুজোর পরে পরীক্ষা হলে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments