More
    Homeঅনান্যSmart Phone দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছে জনপ্রিয় সফট ড্রিংক প্রস্তুতকারী সংস্থা Coca...

    Smart Phone দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছে জনপ্রিয় সফট ড্রিংক প্রস্তুতকারী সংস্থা Coca Cola।

    Today Kolkata:- এবার স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে বিশ্বের জনপ্রিয় সফট ড্রিংক প্রস্তুতকারী সংস্থা কোকাকোলা (Coca Cola)। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে 2023 সালের মার্চের মধ্যে এই ফোন ভারতের বাজারে লঞ্চ হয়ে যেতে পারে। প্রকাশ্যে এসেছে কোকাকোলার (Coca Cola) স্মার্টফোনের ছবি। ভারতে কোনও এক স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ফোন লঞ্চ করতে পারে মার্কিন সফট ড্রিঙ্ক প্রস্তুতকারী সংস্থাটি।

    2023 সালের প্রথম ত্রৈমাসিকে এই ফোন ভারতে লঞ্চ হয়ে যেতে পারে। যদিও কোন স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এই ফোন লঞ্চ হবে জানা যায়নি। তবে মুকুল শর্মার (Mukul Sharma) প্রকাশ করা ডিজাইনের সঙ্গে Realme 10 4G ফোনের সাদৃশ্য রয়েছে। এই কারণে মনে করা হচ্ছে Realme-র সঙ্গে হাত মিলিয়ে ভারতে লঞ্চ হতে পারে কোকাকোলা ফোন। টিপস্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করেছেন একটি ছবি।

    Realme 10 4G-র নতুন ব্র্যান্ডিং করে যদিও Coca-Cola ফোন লঞ্চ হয় সেই ক্ষেত্রে সম্ভাব্য স্পেসিফিকেশন দেখে নেওয়া যেতে পারে। Realme 10 4G-তে রয়েছে 6.5 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট থাকছে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio G99 চিপসেট। সঙ্গে রয়েছে 8 GB LPDDR4X RAM, 128 GB UFS 2.2 স্টোরেজ। microSD কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ (Storage) বাড়ানো যাবে। 8 GB Dynamic RAM সাপোর্ট পাবেন।

    এই ফোনে Android 13 অপারেটিং সিস্টেমের (OS) উপরে চলবে Realme UI স্কিন। তবে Coca-Cola ফোনে এই স্কিনে কাস্টমাইজেশন দেখা যেতে পারে। যুক্ত হতে পারে নতুন থিম। ছবিতে ফোনের পিছনে Cola-Cola ব্র্যান্ডিং ছাড়াও ডুয়াল ক্যামেরা (Dual Camera) সেট আপ দেখা গিয়েছে। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম বাটন। লাল রঙে এই ফোন দেখা গিয়েছে। যদিও এই ফোন সম্পর্কে আর কোনও তথ্য এখনও জানা যায়নি।

    Smart Phone দুনিয়ায় আত্মপ্রকাশ করতে চলেছে জনপ্রিয় সফট ড্রিংক প্রস্তুতকারী সংস্থা Coca Cola।

    স্ত্রী হিসাবে নিজেকে ১০ এ কত দেবেন ? Zee Bangla অনুষ্ঠানে সাফ জানিয়ে দিলেন রচনা।

    Realme 10 4G-তে রয়েছে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে 33 W SuperVOOC চার্জিং সাপোর্ট পাবেন। মাত্র 28 মিনিটে 50 শতাংশ চার্জ হবে এই ফোনের ব্যাটারি। Realme 10 4G-র পিছনে রয়েছে 50 MP ক্যামেরা। সঙ্গে একটি 2 MP ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোট্রেট ক্যামেরা (potrait Camera) রয়েছে। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 8 MP ক্যামেরা। ফোনের পাশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (Finger print Sensor)। পাবেন 3.5 mm জ্যাক ও হাই রেজ অডিও।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments