More
    Homeঅনান্যSSC Recruitment আজ এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষা দফতরে বৈঠক শিক্ষামন্ত্রীর।

    SSC Recruitment আজ এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষা দফতরে বৈঠক শিক্ষামন্ত্রীর।

    Today kolkata:- SSC Recruitment চাকরিপ্রার্থীদের তরফে আলোচনার আবেদন পেলে রাজ্য সরকার এ বিষয়ে এগোবে বলে জানিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ সোমবার এসএসসির আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ব্রাত্য বসু। শনিবারই বিকাশ ভবনে শিক্ষা দফতর থেকে ফোন করে এই বৈঠকের আশ্বাস দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবে চাকরিপ্রার্থীদের আটজনের প্রতিনিধি দল। নবম থেকে দ্বাদশ শ্রেণির মেধাতালিকভুক্ত প্রত্যেক প্রার্থীর যাতে চাকরি সুনিশ্চিতভাবেই হয়, সেই নিয়েই তাঁরা কথা বলবেন বলে জানিয়েছেন। স্বভাবতই খুশি আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে ২০১৯ সাল থেকে অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছেন ২০১৬-র এসএসসিতে মেধাতালিকায় থাকা প্রার্থীরা।

    শনিবার শিক্ষা দফতরের তরফে তাঁদের ফোন করে বিকাশ ভবনে ডেকে পাঠানো হয়। বৈঠকে মেধাতালিকায় থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ নিয়ে আলোচনা করা হবে। প্রসঙ্গত, এর আগে গত ২৯ জুলাই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তৃনমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে ব্রাত্য বসুও উপস্থিত ছিলেন। কিন্তু এই বৈঠকের পরই প্রশ্ন ওঠে ব্রাত্য বসু যদি শিক্ষামন্ত্রী হিসেবেই বৈঠক করে থাকেন, তবে অভিষেকের কার্যালয়ে করলেন কেন? সেটা তো তৃণমূলের দলীয় দফতর। সেখানে কিভাবে রাজ্যের শিক্ষামন্ত্রী এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করতে পারেন? তাই এবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে চলেছেন এসএসসির আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা।

    SSC Recruitment আজ এসএসসির চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষা দফতরে বৈঠক শিক্ষামন্ত্রীর।

    Taiwan China news তাইওয়ানের কাছে সেনা কার্যকলাপ বাড়াল চিন, মিসাইল হানার দাবি বেজিংয়ের।

    Health care diabetes ডায়াবিটিসে ভুগছেন? এই চারটি সহজ খাবারে উপকার পাবেন চটজলদি।

    MORE NEWS – গ্যাস সিলিন্ডারের নীচে কেন ছিদ্র থাকে জানেন?

    বর্তমানে অধিকাংশ বাড়িতেই গ্যাসে রান্না (LPG Cylinder) করা হয়। প্রতিমাসে বাড়িতে আনা গ্যাস সিলিন্ডার দেখতে কেমন হয়, তা হয়তো পরিবারের সবচেয়ে ছোট সদস্যও জানে। আমরা বড়োরাও দেখেছি যে, গ্যাস সিলিন্ডারের (LPG) নীচে কিছু ছিদ্র থাকে। ঠিক নীচে, যা সিলিন্ডারের (LPG) সম্পূর্ণ ওজন বহন করে। তবে কখনো কি ভেবে দেখেছেন কেন এই গর্তগুলো শক্ত সিলিন্ডারে থাকে। আসলে এই গর্তগুলি ডিজাইনের জন্য নয়। এগুলি তৈরির পিছনে রয়েছে বিজ্ঞান সম্মত কারণ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments