More
    Homeঅনান্যSSC recruitment notification অবশেষে ১১ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি’র।

    SSC recruitment notification অবশেষে ১১ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি’র।

    Today kolkata:- এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একদিকে যখন রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক সেই সময় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি (SSC recruitment notification) জারি করল স্কুল সার্ভিস কমিশন। উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে ১১ হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। আদালতের নির্দেশ মেনে ১১ হাজার চাকরিপ্রার্থীকে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে বলে ওই নোটিসে জানানো হয়েছে। শুক্রবার বিকেলে নোটিশ জারি করে এসএসসি জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট থেকে নথি ‘আপলোড’ করা যাবে। চলবে ১৩ আগস্ট পর্যন্ত। মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও ইন্টারভিউতে ডাক পায়নি এমন ১১ হাজার চাকরিপ্রার্থীর নিয়োগ সংক্রান্ত নোটিশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

    জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশন ১১ হাজার চাকরিপ্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। চাকরিপ্রার্থীরা ডকুমেন্ট আপলোড করার পর ইন্টারভিউয়ের জন্য যোগ্য বলে বিবেচিত হলে তাদের ডাকা হতে পারে। তবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ইতিমধ্যে বহু চাকরিপ্রার্থী অভিযোগ জমা দিয়েছেন। তাদের মধ্যে প্রায় ১৪ হাজার চাকরিপ্রার্থী ইন্টারভিউয়ের যোগ্য বলে বিবেচিত হয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করায় আশার আলো দেখছেন দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীরা।

    SSC recruitment notification অবশেষে ১১ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি’র।

    Avishek Banerjee কর্পোরেট সংস্থার ধাঁচে দলের নেতা-কর্মীদের কাজের রিপোর্ট চান অভিষেক।

    Deed “nakal” পার্থর কাছ থেকে উদ্ধার হওয়া সব ডিড নকল, দাবি প্রাক্তন মন্ত্রীর আইনজীবীর।

    Mamata Banerjee & Avishek মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে জোর।

    Health Care খাদ্যতালিকায় থাকা এই খাবারগুলি ডিপ্রেশন বাড়িয়ে দেয়, সাবধান হন এখনই।

    MORE NEWS – কলকাতায় ডেঙ্গুতে মৃত কিশোর! জরুরি বৈঠক নবান্নে।

    এক বিপদের রেশ টেনে ধরতে না ধরতেই আরেক বিপদ এসে হাজির হল। করোনা অতিমারী কিছুটা নিয়ন্ত্রণে আসতেই বাড়ছে ডেঙ্গুর (Dangue virus) প্রকোপ। বৃহস্পতিবারই শহরে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে এক কিশোরের। বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল কালীঘাট এলাকার ওই স্কুল পড়ুয়া। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, ওই ঘিঞ্জি এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত ২২ জন। যা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। পরিস্থিতি পর্যালোচনা করতে নবান্নে জরুরি বৈঠক ডাকা হয়েছে। এদিন বৈঠক ডেকেছেন মুখ্য সচিব। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments