More
    HomeখবরState Cabinet রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন নতুন ৮ মুখ।

    State Cabinet রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন নতুন ৮ মুখ।

    Today kolkata:- আজ রাজ্য মন্ত্রিসভায় (State Cabinet) করা হল বিরাট রদবদল। জায়গা দেওয়া হল ৮ নতুন মুখকে। বুধবার রাজভবনে মন্ত্রী হিসেবে শপথ নিলেন বাবুল সুপ্রিয়-সহ ৮ জন নতুন মুখ। বুধবার বিকেল ৪টে থেকে অস্থায়ী রাজ্যপাল লা গণেশন নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো শুরু করেন। রাজভবনের থ্রোন হলে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এদিন রাজভবনে শপথ নিতে হাজির হন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী, উদয়ন গুহ, পার্থ ভৌমিক, সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন, বীরবাহা হাঁসদা, বিপ্লব রায়চৌধুরী ও প্রদীপ মজুমদার। পূর্ণমন্ত্রী হলেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বাবুল সুপ্রিয়, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক এবং উদয়ন গুহ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সত্যজিৎ বর্মন এবং তাজমুল হোসেন।

    এদিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিন দফায় শপথ নেন নতুন মন্ত্রীরা। প্রথম দফায় ৫ জন মন্ত্রী শপথ নেন। পরের আরও দু দফায় ২ জন করে শপথ নেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু-সহ রাজ্য মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী। ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল মন্ত্রিসভায় এটিই সবচেয়ে বড় রদবদল। তাছাড়া স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতি কান্ডের পর রাজ্য মন্ত্রিসভায় এটাই প্রথম রদবদল। উল্লেখ্য, বাংলায় বিধানসভার সংখ্যার নিরিখে মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী-সহ সর্বোচ্চ ৪০ জন মন্ত্রী থাকতে পারেন। এদিন সেই সীমা পূর্ণ হল।

    State Cabinet রাজ্য মন্ত্রিসভায় জায়গা পেলেন নতুন ৮ মুখ।

    Priyanka Chopra ইউক্রেনের শিশুদের দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না প্রিয়াঙ্কা চোপড়া।

    Finance Minister শেষকৃত্যে জিএসটি নেই, মূল্যবৃদ্ধি নিয়ে লোকসভায় আশ্বাস অর্থমন্ত্রী নির্মলার।

    MORE NEWS – জুতো কাণ্ডের পর বাড়ানো হল নিরাপত্তা, পার্থ-অর্পিতাকে ফের নিজেদের হেফাজতে চাইবে ইডি।

    পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha & Arpita) দুটি ফ্ল্যাট থেকে যে পাহাড় প্রমাণ সম্পত্তির হদিস মিলেছে, তার মালিকানা কে? জেরায় সেভাবে সহযোগিতা করেননি পার্থ চট্টোপাধ্যায়৷ তবে ইডি আধিকারিকদের বেশ কিছু তথ্য জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷ যদিও দু’ জনেই ইডি আধিকারিকদের সামনে দাবি করে আসছেন, উদ্ধার হওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকা তাঁদের কারও নয়৷ তাই সেই টাকার মালিকানার পরিচয় জানতে আপাতত মরিয়া ইডি৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments