More
    Homeরাজনৈতিক''নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা ভুলতে পারেননি, সেই কারণেই মঞ্চে ওঠেননি'' : মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ...

    ”নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা ভুলতে পারেননি, সেই কারণেই মঞ্চে ওঠেননি” : মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ শুভেন্দুর।

    Today Kolkata:- পরাজয়ের ভূত তাড়া করে বেড়াচ্ছে। নন্দীগ্রামে হারের জ্বালা ভুলতে পারেননি। সেই কারণেই ওঠেননি মঞ্চে। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীর (Chief Minister) মূল অনুষ্ঠান মঞ্চে না ওঠা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে হাওড়া স্টেশন থেকে পূর্বাঞ্চলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হওয়ার কথা ছিল। হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেস এর উদ্বোধনের মঞ্চে মুখ্যমন্ত্রীকে ঘিরে জয় শ্রীরাম শ্লোগান। যদিও বিজেপি (BJP) কর্মীদের এমন আচরণে মুখ্যমন্ত্রীর কাছে দুঃখপ্রকাশ করেন রেলমন্ত্রী (Union Rail Minister) অশ্বিনী বৈষ্ণব। সেই সময়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সহ পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

    ''নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা ভুলতে পারেননি , সেই কারণেই মঞ্চে ওঠেননি'' : মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ শুভেন্দুর

    ওনার কোম্পানির মালিককে হারিয়েছি,' কুণালকে কটাক্ষ শুভেন্দুর।

    ঘটনার জেরে বিরক্ত মুখ্যমন্ত্রী (Chief Minister) মঞ্চেই উঠলেন না। মূলত ২৩ নম্বর প্লাটফর্মের দিক থেকে স্লোগান আসতে থাকে। মঞ্চের পাশে একটি চেয়ারে বসে রইলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন রাজ্যপাল (Governor)। মুখ্যমন্ত্রীর এই ‘প্রতিবাদ’ নিয়েই এদিন তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    সুর চড়িয়ে শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী (Chief Minister) আজ যে ভাবে অসহযোগিতা করলেন , তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রাক্তন হবেই। এরপরে অনেক এই ধরনের অনুষ্ঠান হবে। এরপর থেকে ওঁকে বাড়িতে বসে দেখতে হবে।” এ নিয়ে মমতাকে নিশানা করেছেন বিজেপি নেতা জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। তিনি বলেন , “মুখ্যমন্ত্রী (Chief Minister) বাচ্চাদের মতো আচরণ করছেন ,অনেক পাপ করেছেন। তাই রাম স্লোগান সহ্য হয় না।” যদিও স্লোগান বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    ”নন্দীগ্রামে পরাজয়ের জ্বালা ভুলতে পারেননি , সেই কারণেই মঞ্চে ওঠেননি” : মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ শুভেন্দুর।

    MORE NEWS – প্রয়াত মা , ব্যক্তিগত শোক ভুলে কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    প্রয়াত হয়েছেন মা ,তা বলে কর্তব্যে গাফিলতি নয় ,পূর্ব নির্ধারিত কর্মসূচি ঠিকই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মা-কে শেষ শ্রদ্ধা জানিয়ে তাঁর শেষকৃত্য পালন। চোখে জল নিয়ে মাকে বিদায় জানানো। তারপর মাত্র ঘণ্টা খানেকের বিরতি। ব্যক্তিগত শোক সঙ্গে নিয়ে এদিনও দায়িত্বে অবিচল থাকতে দেখা গেল নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। এদিন ভোর রাতে প্রয়াত হন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদীর (Norendra Modi) মা হীরাবেন মোদী। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments