More
    Homeঅনান্যSuvendu Adhikari "উপকুলবর্তী গ্রামগুলির চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন" শুভেন্দু।

    Suvendu Adhikari “উপকুলবর্তী গ্রামগুলির চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন” শুভেন্দু।

    Today Kolkata:- নিম্নচাপ ও কোটালের জোড়া ফলার জেরে দুর্যোগের মুখে সাগর, কাকদ্বীপ, বকখালি সহ সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। রবিবার বেলা বাড়তেই বৃষ্টি ও ঝড়ের দাপট বাড়ে। উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর। ব্যাপক জলোচ্ছ্বাসের জেরে সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘী সহ একাধিক এলাকায় বাঁধ উপচে জল ঢুকে পড়ে গ্রামে। নিমেষেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। সাগরের মুড়িগঙ্গা নদীর জল বাড়ায় কচুবেড়িয়া ভেসেল ঘাট সংলগ্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় সারি বেঁধে পরপর দাড়িয়ে যায় গাড়ি। চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সরকার সাধারণ মানুষের পাশে থাকার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)৷ ট্যুইটে তিনি লিখেছেন, পূর্ণিমার ভরা কোটালের সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙেছে৷ উপকুলবর্তী গ্রামগুলি প্লাবিত হতে শুরু করেছে।

    সেবা সুশাসন এবং গরিব কল্যাণ উপলক্ষে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির ডাকে এক মহা মিছিল।

    Suvendu Adhikari "উপকুলবর্তী গ্রামগুলির চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন" শুভেন্দু।

    এলাকার বাসিন্দাদের ঘরে জল ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। সেইসঙ্গে মুখ্যসচিবকে তাঁর অনুরোধ, ‘স্থানীয় প্রশাসনকে তাদের রবিবাসরীয় ঘুম থেকে জাগিয়ে পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলুন।’ কারও ঘরে জল ঢুকেছে, কারও বাড়ির অবস্থা বেহাল৷ একদিকে পায়ের তলায় জল জমেছে, অন্যদিকে মাথার উপর ছাওনিও নেই৷ সঙ্গে অঝোর বৃষ্টিতে নাজেহাল অবস্থা তাদের৷ এইসব ছবিও তুলে ধরেছেন শুভেন্দু। যদিও ইতিমধ্যেই প্রশাসনের তরফে প্রয়োজনীয় সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে৷ মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ একই সঙ্গে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে৷

    Suvendu Adhikari “উপকুলবর্তী গ্রামগুলির চরম দুর্ভোগে থাকা মানুষদের সাহায্য করুন” শুভেন্দু।

    West Bengal Chif Minister স্বাধীনতা দিবসে স্বপ্নের ভারত গড়ার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর।

    MORE NEWS – চার্চে অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ৪১।

    গির্জায় এসেছিলেন প্রভুর কাছে প্রার্থনা জানাতে। কিন্তু তাদের মধ্যে কয়েকজন এ জীবনের মতো শেষ প্রার্থনা জানালেন। আচমকা আগুনে একসঙ্গে শেষ হয়ে গেলেন ৪১ জন ভক্ত। মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু রয়েছে। জখম হয়েছেন আরও অন্তত ১৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments