More
    HomeখেলাT20 WORLD CUP 2021: আজ মরুশহরে ভারত পাকিস্তান মহারণ

    T20 WORLD CUP 2021: আজ মরুশহরে ভারত পাকিস্তান মহারণ

    আজ টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচেই বিরাট কোহলিদের সামনে রয়েছে পাকিস্তান (India vs Pakistan)। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই ম্যাচটি। টি-২০ বিশ্বকাপে এই ম্যাচ দুই দলের ষষ্ঠ ম্যাচ হবে। এর আগে বিশ্বকাপের মঞ্চে পাঁচবার দেখা হয়েছে দুই দলের। পাঁচবারই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে সবদিক থেকেই এগিয়ে রয়েছে ভারত। প্রস্তুতি ম্যাচে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অন্যদিকে, পাকিস্তান তাদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে।

    বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ার মতো শক্তিশালী ব্যাটিং লাইন-আপ রয়েছে ভারতের। ভারতের বোলিং বিভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরা ও মহম্মদ শামি। আইপিএলে দুর্ধর্ষ বোলিংয়ের সুবাদে পাকিস্তান-ম্যাচে স্পিনার বরুণ চক্রবর্তীর ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে অশ্বিনকে হয়তো প্রথম একাদশের বাইরে থাকতে হতে পারে। অন্যদিকে, পাকিস্তান নিজেদের একটি শক্তিশালী দল নিয়ে গর্ব করে। অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফখর জামান মহম্মদ হাফিজ, শোয়েব মালিক রয়েছে ব্যাটিং লাইন-আপে। বোলিং ইউনিট সামলাবেন শাহিন আফ্রিদি, হাসান আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হারিস রউফ।

    দুই দলের সম্ভাব্য একাদশ:

    ভারত: রোহিত শর্মা, কে এল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, জসপ্রিত বুমরা।

    পাকিস্তান: মহম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, শাহিন আফ্রিদি, হারিস রউফ।

    পরিসংখ্যান:

    • মোট ম্যাচ: ৮টি
    • ভারত জয়ী: ৭টি
    • পাকিস্তান জয়ী: ১
    RELATED ARTICLES

    3 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments