More
    Homeআন্তর্জাতিকTaiwan China news তাইওয়ানের কাছে সেনা কার্যকলাপ বাড়াল চিন, মিসাইল হানার দাবি...

    Taiwan China news তাইওয়ানের কাছে সেনা কার্যকলাপ বাড়াল চিন, মিসাইল হানার দাবি বেজিংয়ের।

    Today kolkata:- Taiwan China news তাইওয়ান দ্বীপের আশপাশের জলসীমা ও আকাশ সীমায় গুলি চালাল চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)। বৃহস্পতিবার তাইওয়ান প্রণালীতে “নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা” চালানোর দাবি করেছে চিন। PLA-এর সামরিক মহড়া এই অঞ্চলের উত্তজনা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। তাইওয়ানে আমেরিকার হাউস স্পিকার ন্যানসি পেলোসির সফরের প্রতিক্রিয়ায় এ বার তাইওয়ানের রাজধানী তাইপেই সংলগ্ন এলাকায় সেনা মহড়া শুরু করল বেজিং। এরফলে তাইওয়ান নিয়ে চিনা সেনার সাম্প্রতিক কার্যকলাপ যে উদ্বেগ আরও বাড়াল তা আর বলার অপেক্ষা রাখে না। সূত্র মারফত জানা গিয়েছে, ১০০-রও বেশি যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে। তা ছাড়া রয়েছে, চিনের অত্যাধুনিক প্রযুক্তির নয়া প্রজন্মের এরিয়াল রিফুয়েলার ওয়াইইউ-২০ এমনকি, ১০টি ধ্বংসকারী বিমানও। মার্কিন সিনেটের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরে একদিন পরে এই মহড়া চালিয়েছে চিন।

    চিনের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালীকে বিভক্তকারী মধ্যরেখায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত একাধিক অনুপ্রবেশ চালিয়ছে বলে জানা গিয়েছে। তাইওয়ান চিনের অন্তর্ভুক্ত। বহুদিন ধরেই এই দাবি করে আসছে বেজিং। সম্প্রতি তারা বেশ স্পষ্ট করেই জানিয়েছে, তাইওয়ানকে স্বেচ্ছায় চিনের অন্তর্ভুক্ত হতে হবে। তা নাহলে, প্রয়োজনে বলপূর্বক তা করা হবে। অন্যদিকে আমেরিকা-সহ তাইওয়ানের সমর্থক দেশগুলি এর প্রতিবাদ করেছে। এও জানা যায়, সম্প্রতি আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান চিনকে তাদের সেনা মহড়া শিথিল করার অনুরোধ করেছিল। কিন্তু চিন এই অনুরোধের কোনও তোয়াক্কা না করেই বরং তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, যুদ্ধ বিমান হাজির করে বুঝিয়ে দিয়েছে, শক্তি প্রদর্শনই তাদের লক্ষ্য এবং তারা সেটা পুরোদমেই করবে।

    Taiwan China news তাইওয়ানের কাছে সেনা কার্যকলাপ বাড়াল চিন, মিসাইল হানার দাবি বেজিংয়ের।

    MORE NEWS – বন্দুকবাজ’ জওয়ানকে বাগে আনতে শর্ত মানল কলকাতা পুলিশ, সফল অপারেশন মোজো’ অভিযান!

    “Mozo Oparation” কয়েক ঘণ্টা আগেও কলকাতা জাদুঘরে দাপিয়ে বেড়ানো ‘বন্দুকবাজ’ সিআইএসএফ জওয়ান তার সহকর্মীদের লক্ষ্য করে গুলি করায় হাড়হাম করা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেই পরিস্থিতিতে লড়াই করে সফল পেল কলকাতা পুলিশ। একেবারে যেন ফিল্মি কায়দায় আততায়ী অভিযুক্ত সিআইএসএফের হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্রকে জালে ধরল। ঘাতক জওয়ানকে রুদ্ধশ্বাস অপারেশনের মাধ্যমে যেভাবে নিরস্ত্র করে গ্রেফতার করল কলকাতা পুলিশ তাতে কলকাতা পুলিশের ‘ক্যাচলাইন’  “WE CARE  WE DARE”- কে কুর্নিশ জানাল অনেকেই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments