More
    Homeঅনান্যTATA গ্রুপের এই শেয়ারের দাম হতে পারে ‘ডবল’।

    TATA গ্রুপের এই শেয়ারের দাম হতে পারে ‘ডবল’।

    Today kolkata:- টাটা গোষ্ঠীর স্টকগুলি সব সময়ই বিনিয়োগকারীদের পছন্দের তালিকার উপরে থাকে। এর মূল কারণ, এই স্টকগুলি থেকে স্থিতিশীল রিটার্ন পাওয়া যায়। Tata Elxsi Limited একটি মিডক্যাপ কোম্পানি। মূলত আইটি সফটওয়ার সেক্টরে এই কোম্পানিটি কাজ করে। স্টকটি গত এক বছরে বিনিয়োগকারীদের সম্পদ দ্বিগুণেরও বেশি, ৯,৭০৪ টাকা করে দিয়েছে বলে দাবি। বিশ্লেষকদের কথায়, যে বিনিয়োগকারীরা টাটা গ্রুপের এই স্টকে এখন বিনিয়োগের কথা ভাবছেন, তাঁরা আগামী ৬ মাসে ১০,০০০-১৭,০০০ টাকার লক্ষ্য নিয়ে এগোতে পারেন। তাই শেয়ারটি কেনার পরামর্শ দিচ্ছেন অনেকেই।
    সংস্থাটি Tata Elxsi। Tata Elxsi-র শেয়ার ২০২০ সালের সর্বনিম্ন থেকে প্রায় ১,৮০০ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, Tata Elxsi-র শেয়ারের মূল্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা ৯৭৫০ টাকা।

    ব্রোকারেজ ফার্মগুলির একাংশের মতে, Tata Elxsi ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বাজারে তৈরি হওয়া নতুন সুযোগগুলি নিজের কাছে আটকে রাখতে সক্ষম। আগামী দিনে এই সংস্থার মার্কেট শেয়ার গেনস বৃদ্ধির সম্ভাবনা প্রবল। চার্ট প্যাটার্ন অনুসারে স্টকটি এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে। কোম্পানির মার্কেট ক্যাপ ৫৯,০০০ কোটি টাকারও বেশি। ২৫ মার্চ, ২০২০-তে এটি ৫০১ টাকার সর্বনিম্নে নেমে গিয়েছিল। ১০ অগস্ট ২০২১ থেকে ১০ অগস্ট ২০২২-এর মধ্যে স্টকটি ৪,২৩৮ টাকা থেকে বেড়ে ৯,৪৫৯ টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ বছরে বৃদ্ধি প্রায় ১২০ শতাংশ। একই সময়ে, গত ২৫ বছরে, এই স্টকটি ১,২৩,০৬৪.০৬% রিটার্ন দিয়েছে। ২৫ বছর আগে, ১১ জুলাই ১৯৯৭-এ BSE-তে এই শেয়ারের দাম ছিল ৭.৬৮ টাকা করে। ১০ অগস্ট ২০২২-এ স্টকটি ৯,৪৫৯ টাকায় পৌঁছে গিয়েছে।

    TATA গ্রুপের এই শেয়ারের দাম হতে পারে ‘ডবল’।

    Mahalaya মহালয়ার ভোরে দুর্গা রূপে ঋতুপর্ণা, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

    MORE NEWS – ডিএ রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য।

    ডিএ মামলা (DA Mamla) নিয়ে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। গত ২০ মে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। শুক্রবার সেই রায় পুনর্বিবেচনা আবেদন করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। কলকাতা হাই কোর্টের নির্দেশ ছিল, আগামী ৩ মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া ডিএ। এমনকী, ১ বছরের মধ্যে বকেয়া মেটানোরও নির্দেশ দেওয়া হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments