More
    HomeখবরTeacher Day ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক দিবসে ঘোষণা মমতার।

    Teacher Day ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক দিবসে ঘোষণা মমতার।

    Today Kolkata:- শীঘ্রই বাংলায় ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে। শুধু একটু সময় দিন। আমরা কারও চাকরি খাইনি, আমরা নিয়োগ করতে চাই। সোমবার শিক্ষক দিবস (Teacher Day) উপলক্ষ্যে সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি এও দাবি করেন, ‘আমাদের সময়েই সুবিচার পাবে’। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কার্যত স্বীকার করে নেন রাজ্যের শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। সরাসরি সিপিএমের দিকে আঙুল তুলে বলেন, সিপিএম আমলের নিয়োগ সংক্রান্ত কোনও কাগজই নেই। আমাদের আমলে সব কাগজ আছে। তাই দুর্নীতি ধরা পড়ছে। কিন্ত দুর্নীতি নিয়ন্ত্রণের পুরো ক্ষমতা আমার নেই। ভগবানেরই নেই, আর আমি তো একটা মানুষ। একজন যদি কোনও ভুল করে থাকে, তাহলে সবাইকে তা দিয়ে বিচার করা ঠিক নয়।

    রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ”আমরা স্কিল এডুকেশন এ নম্বর ১। আমরা ১৫ দিনের মধ্যে ৩০ হাজার ছেলেমেয়েকে চাকরির নিয়োগপত্র তুলে দেব। ” অন্যদিকে চাকরিপ্রার্থী শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, ” অনেক রকম বড় ব্যাপার আছে। কয়েকটা ছেলে মেয়ে বসেছিল রাস্তায়। আমার সঙ্গে কথা হয়েছিল। তখন করে দেব বলে বলেছিলাম। কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী বলেছিলেন নম্বর পারমিট করছে না।” তবে বাংলার মেধা একদিন বিশ্ব দখল করবে। আত্মবিশ্বাসের সঙ্গে এমনটাই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, আজ, সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষক দিবসে শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই নয়া শিক্ষক নিয়োগের বিষয়টি ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী এদিন পরিসংখ্যান দিয়ে জানান, ইতিমধ্যে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছে। আরও বহু পদে এতদিনে নিয়োগ সম্পূর্ণ হতো।

    Teacher Day ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে, শিক্ষক দিবসে ঘোষণা মমতার।

    MORE NEWS – পুজোর পরে রাজ্যে প্রাইমারি টেট!

    রাজ্যে ফের নয়া করে টেট পরীক্ষার সবুজ সংকেত দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নব নিযুক্ত সভাপতি। পুজোর পরেই রাজ্যে প্রাথমিকের টেটের সম্ভাবনা, অন্তত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রস্তুতি তেমনটাই। দীর্ঘ ৫ বছরের পর ফের রাজ্যে নয়া করে প্রাইমারি টেট (Primary TET) ফর্ম ফিলাপ নেওয়ার জোরকদমে প্রস্তুতি চলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক। পুজোর পরে পরীক্ষা হলে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments