More
    Homeঅনান্যTET টেট ফেল করে চাকরি অনুব্রত কন্যার! বিস্ফোরক অভিযোগ দায়ের আদালতে।

    TET টেট ফেল করে চাকরি অনুব্রত কন্যার! বিস্ফোরক অভিযোগ দায়ের আদালতে।

    Today Kolkata:- অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নাম এবার জড়াল নিয়োগ কেলেঙ্কারিতে (TET)। সুকন্যা মণ্ডল টেট পাশ না করলেও প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন। আদালতে অভিযোগ করেছেন মামলাকারী সৌমেন নন্দী। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠা মামলায় এই অভিযোগ করা হয়েছে। অভিযোগ, বোলপুরের কালিকাপুরে তিনি চাকরি পেয়েছেন। কিন্ত তিনি নাকি স্কুলে যেতেন না। বাড়িতে পৌঁছে দেত রেজিস্ট্রার। তাই স্কুলে না গেলেও না কি তাঁর হাজিরা নিয়ে কোনও সমস্যা হত না। একেবারে আপ টু ডেট থাকত সুকন্যার অ্যাটেনডেন্স। মাস মাইনে বুঝে নিতেন সুকন্যা। এখানেই শেষ নয় এও দাবি, একা সুকন্যা নন। অনুব্রতর পার্সোনাল অ্যাসিস্টেন্ট অর্ক দত্তও চাকরি পেয়েছেন, চাকরি পেয়েছেন বেশ কয়েকজন আত্মীয়। সকলেই চাকরি পেয়েছেন বোলপুর সার্কেলে। এদিন সিবিআই-এর প্রশ্নের মুখে পড়েন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা।

    বাইরে বেরিয়ে এসে তেমন কিছুই বলেননি। সূত্রের খবর তিনি শুধু বলেছেন, ‘‘আমি বিপর্যস্ত। আমার মা প্রয়াত, বাবা জেলে, মানসিক ভাবে ভেঙে পড়েছি।’’ এর বেশি আর কিছু বলতে চাইলেন না অনুব্রত কন্যা। জানা যাচ্ছে, বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় সুকন্যাকে টেট পাশের সার্টিফিকেট নিয়ে হাই কোর্টে যেতে বলেছেন। এবার কি করবেন সুকন্যা? তিনি কি যাবেন? এদিন তাঁর বাড়িতে গিয়েছিল সিবিআই। কিন্তু দুয়ারে সিবিআই পৌছলেও, তদন্তকারীদের সঙ্গে দেখা করেননি সুকন্যা। জানিয়েছেন, তাঁর ভীষণ মন খারাপ। সিবিআইয়ের কাছে খবর ছিল, সুকন্যা মণ্ডলের কাছে রয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি। কিন্তু সেই টাকার উৎস কী? সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে যান তিন সিবিআই আধিকারিক।

    TET টেট ফেল করে চাকরি অনুব্রত কন্যার! বিস্ফোরক অভিযোগ দায়ের আদালতে।

    Weather Update Dakkhinbanga উত্তরে মেঘলা আকাশ, দক্ষিণে অস্বস্তির পূর্বাভাস আবহাওয়া দফতরের।

    MORE NEWS – অনুব্রত-আত্মীয়দের ১৭ কোটির ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত।

    গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূল সভাপতি (Birbhum Zilla President) অনুব্রত মণ্ডলের আপাতত ঠিকানা সিবিআই হেফাজত। এই মামলার তদন্তে নেমে কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। বুধবার অনুব্রত ও তাঁর আত্মীয়দের নামে ১৭ কোটি টাকা ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই। সিবিআইয়ের সন্দেহ, গরু পাচার দুর্নীতির জেরে আসা টাকা এভাবেই বিভিন্ন নামে ফিক্সড করা হয়েছিল। সিবিআই সূত্রে জানা গিয়েছে, CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments