More
    Homeঅনান্যTET Passed Candidate রাস্তায় কাটালেন রাত, চাকরির দাবিতে পর্ষদের অফিসের সামনে অবস্থান...

    TET Passed Candidate রাস্তায় কাটালেন রাত, চাকরির দাবিতে পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ জারি টেট-উত্তীর্ণদের।

    Today Kolkata:- TET Passed Candidate নিজেদের দাবি থেকে এক চুল নড়তে নারাজ চাকরি প্রার্থীরা। সারারাত রাস্তাতেই কাটিয়ে দিলেন তাঁরা। রাস্তাতেই শুয়ে পড়েছেন অনেকে। সল্টলেক করুণাময়ীর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে মঙ্গলবার সকালেও ধর্নায় বসে রয়েছেন ২০১৪ সালের টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড’ প্রার্থীরা। তাঁরা সাফ জানিয়েছেন, পুলিশ অবস্থান তুলতে এলেও উঠবেন না। চাকরিতে নিয়োগ নিয়ে নিশ্চিত আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার দুপুর ২টো থেকে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁরা শুধু আশ্বাসে পেয়েছেন। দেড় বছর ধরে আন্দোলন করেও প্রাপ্য চাকরি থেকে তাঁরা বঞ্চিত। এদিকে, বুধবার থেকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ। এমন পরিস্থিতিতে বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের দাবি, এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে আগে তাঁদের নিয়োগপত্র দিতে হবে। ২০১৪ এবং ২০১৭ সালের টেটে ‘ব্যাপক দুর্নীতি’ হয়েছে বলেও তাঁদের অভিযোগ।

    বেআইনিভাবে প্রাথমিকে চাকরি পাওয়া ব্যক্তিদের অপসারিত করার পাশাপাশি মেধার ভিত্তিতে টেট-উত্তীর্ণ যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এ বিষয়ে চাকরিপ্রার্থীদের একাংশ বলেন, “২০২০ সালে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে বলেছিলেন, প্রাথমিকে শিক্ষক পদে ২০ হাজার জনকে নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে এক জনকেও নিয়োগপত্র দেওয়া হয়নি। শুধু আশ্বাসই পেলাম আমরা।” এদিন বিকেলে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এপিসি ভবনের সামনে চলে আসেন আন্দোলনকারীরা। গানে, স্লোগানের মাধ্যমে চাকরিতে নিয়োগের দাবি জানান তাঁরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি রয়েছে। রয়েছে মহিলা পুলিশকর্মীও। এই অবস্থান-বিক্ষোভের জেরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে সল্টলেকের প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন চত্বর।

    TET Passed Candidate রাস্তায় কাটালেন রাত, চাকরির দাবিতে পর্ষদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ জারি টেট-উত্তীর্ণদের।

    MORE NEWS – আপাতত ইডির হেফাজতেই থাকছেন মানিক।

    প্রাথমিক টেট মামলা থেকে এখনই রেহাই মিলছে না। আপাতত ইডির হেফাজতেই থাকতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইডির গ্রেফতারির বিরুদ্ধে মঙ্গলবার ফের সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের আবেদনের শুনানি হওয়ার কথা। সোমবার এই মামলায় বিচার চলাকালীন ইডি-র হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা। তাঁর দাবি,”সিবিআই তদন্তর থেকে ইডি তদন্ত সম্পূর্ণ আলাদা। ইডি তদন্তে মানি ট্রেল উঠে এসেছে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments