More
    Homeঅনান্যThailand থাইল্যান্ডে গুলিতে নিহত ২২ শিশু সহ ৩৪ জন, আত্মঘাতী বন্দুকবাজ।

    Thailand থাইল্যান্ডে গুলিতে নিহত ২২ শিশু সহ ৩৪ জন, আত্মঘাতী বন্দুকবাজ।

    Today Kolkata:- Thailand ভয়াবহ ঘটনায় রক্তাক্ত থাইভূমি। স্তম্ভিত গোটা বিশ্ব। এক বন্দুকধারী দুষ্কৃতীর ছোঁড়া এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৪ জন। এদের মধ্যে ২২ টি শিশু রয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও অনেকে। গণহত্যার এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে থাইল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে। বৃহস্পতিবার হামলার ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের উত্তরপূর্ব প্রদশের একটি ক্রেশে। এই ঘটনার পর আত্মঘাতী হয়েছেন বন্দুকবাজ। থাই সংবাদমাধ্যম সূত্রের খবর, থাইল্যান্ডের উত্তরপূর্বে নং বুয়া লম্ফু শহরে অবস্থিত ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ ঢুকে এলোপাথারি গুলি চালান পানিয়া খামরাব নামে প্রাক্তন এক পুলিশ আধিকারিক। গুলি চালানোর পাশাপাশি শিশু ও প্রাপ্তবয়স্কদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েও খুন করেন বন্দুকবাজ। তার গুলিতে গর্ভবতী এক শিক্ষিকা মারা যান। গুলিতে আরও ১২ জন জখম হয়েছেন। জানা যায়, পরে স্ত্রী ও সন্তানকে খুন করে আত্মঘাতী হয় আততায়ী। কী কারণে তিনি এত মানুষের প্রাণ কেড়েছেন, তা এখনও স্পষ্ট নয়।

    Thailand থাইল্যান্ডে গুলিতে নিহত ২২ শিশু সহ ৩৪ জন, আত্মঘাতী বন্দুকবাজ।

    Corona Virus Report স্কুলের পোশাকেও বাসা বাঁধে করোনা ভাইরাস, চাঞ্চল্যকর দাবি রিপোর্টে।

    Asha Lakrha বঙ্গ বিজেপির দায়িত্ব পাওয়ার পর রাজ্য সফরে এসেই তৃণমূল সরকারকে তোপ আশার।

    Justice Avijit Gangopadhyay দুর্নীতি করে চাকরিতে ঢুকেছে প্রত্যেকের চাকরি যাবে”, কড়া হুঁশিয়ারি বিচারপতির।

    Mamata Banerjee ধ্বংসের রাজনীতি করছে বিজেপি, ওদের বেলুন ফুটো হয়ে গিয়েছে’, কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

    MORE NEWS – মালবাজারে বিসর্জনের সময় হড়পা বান, মৃত সাত, নিখোঁজ বহু।

    প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে আচমকাই হড়পা বানে ভেসে গেলেন বহু মানুষ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টা নাগাদ জলপাইগুড়ির মালবাজারে (Jalpaiguri Malbazar)। ওই ঘটনায় প্রান হারিয়েছেন অন্তত ৭ জন। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালবাজারের মাল নদীতে প্রতিমা বিসর্জন উপলক্ষে বহু লোকের সামগম ঘটে। নিরঞ্জনের ঘাট এর চারদিকে দাঁড়িয়েছিলেন অসংখ্য দর্শনার্থী। প্রতিমা নিয়ে আসা ট্রাকগুলিকেও নদীর ধারে রাখা হয়েছিল। সেই সময় আচমকাই আসে হড়পা বান। কিছু বুঝে ওঠার আগে নদীর জল হু হু করে বাড়তে থাকে। তীব্র স্রোতে ভেসে যান অনেকেই। মারা যান সাতজন। নিখোঁজ অসংখ্য মানুষ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments