More
    Homeঅনান্যকুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে জারি শীতের আমেজ, জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    কুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে জারি শীতের আমেজ, জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    Today Kolkata:- জানুয়ারির শুরু থেকেই জমিয়ে ব্যাটিং শুরু করেছে শীত (Winter) । কুয়াশা ও শৈত্যপ্রবাহের জেরে প্রবল শীতের প্রকোপ জারি থাকবে , এমনটাই জানিয়েছে ভারতীয় মৌসুম বিভাগ। ৩- ৬ জানুয়ারি শৈত্যপ্রবাহের অ্যালার্ট জারি রয়েছে৷ এর জেরে বিহার ,পাঞ্জাব, দিল্লি-র মতো একাধিক রাজ্যে ৭ জানুয়ারি অবধি স্কুল বন্ধ রাখা হচ্ছে৷

    আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর ,আগামী তিন দিন এরকমই থাকবে আবহাওয়া (Weather)। বিক্ষিপ্তভাবে সকালের দিকে কুয়াশা হলেও, পরে কোথাও আংশিক মেঘলা আবার কোথাও পরিষ্কার আকাশ। কলকাতায় বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই। শনি-রবিবারের মধ্যে ১৩ ডিগ্রিতে নামতে পারে কলকাতার তাপমাত্রা (Temparature)। জেলার তাপমাত্রা আরও তিন চার ডিগ্রি নীচে থাকবে। মালদহ , কোচবিহার , উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে।

    কুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে জারি শীতের আমেজ , জানিয়েছে আবহাওয়া দপ্তর

    আন্দামান -নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ , পশ্চিমবঙ্গ , সিকিম ,উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ,পুদুচেরির দু’এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহারে আগামী ৫ দিনে প্রবল কুয়াশার সম্ভাবন। উত্তরাখণ্ড , হিমাচল প্রদেশ, পূর্ব রাজস্থান সহ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম ,ত্রিপুরাতেও আগামী ২-৩ দিনে কুয়াশা থাকবে।

    কুয়াশা ও শৈত্য প্রবাহের দাপটে জারি শীতের আমেজ, জানিয়েছে আবহাওয়া দপ্তর।

    বন্দে ভারতের উপর হামলা জয় শ্রী রামের বদলা? প্রশ্ন শুভেন্দুর , সস্তার রাজনীতি , পাল্টা তৃণমূল

    ক্রমশ কমছে সম্পত্তির পরিমাণ, ‘ফতুর’ হওয়ার আশঙ্কায় টেসলা-টুইটারের মালিক এলন মাস্ক।

    নমামি গঙ্গার আওতায় আদি গঙ্গা, ৬৬৪ কোটি টাকা ব্যয়ে আমূল বদলে যাবে টালি নালার পরিবেশ।

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।

    MORE NEWS – লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা নির্বাচন ,ম্যারাথন মিটিংয়ে রাজ্যে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী, আসছেন নাড্ডা।

    লক্ষ্য পঞ্চায়েত-লোকসভা নির্বাচন ,ম্যারাথন মিটিংয়ে রাজ্যে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী (Prime Minister-Home Minister) , রাজ্যে আসছেন নাড্ডা (JP Nadda)। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গে সভা ও কর্মী সম্মেলন করবেন তারা। বিজেপি (BJP) সূত্রে খবর , চলতি মাসে বিজেপির প্রবাস কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদী (Narendra Modi)। রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। রাজ্যে দলের প্রবাস কর্মসূচিতে অংশ নিয়ে ১৯ শে জানুয়ারি শিলিগুড়িতে (Siliguri) সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৭ জানুয়ারি রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments