More
    Homeরাজ্যকরোনা মোকাবিলায় পাঁচ দফা গাইডলাইন চালু রাজ্য সরকারের।

    করোনা মোকাবিলায় পাঁচ দফা গাইডলাইন চালু রাজ্য সরকারের।

    Today Kolkata:- চিনে চোখ রাঙাচ্ছে করোনা। রাজ্যে আক্রান্তের সংখ্যা নগণ্য। তা সত্ত্বেও মোকাবিলায় আগাম সতর্কতা নিয়েছে রাজ্যের স্বাস্থ্যদপ্তর। বুধবার বৈঠকে বসেন স্বাস্থ্যসচিব। ছিলেন সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক, সমস্ত মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল-সহ আরও অনেকে। এদিনের বৈঠকে পাঁচ দফা গাইডলাইন চালু করেছে রাজ্য সরকার।

    • যে হাসপাতালে পরিকাঠামো নেই, সেখানে কোভিড ওয়ার্ড তৈরি করতে হবে। প্রয়োজন হলে পূর্ত দপ্তরের সাহায্য নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ বেডের বন্দোবস্ত করতে হবে।
    • করোনা রোগীদের মধ্যে বেশিরভাগই শ্বাসকষ্টের সমস্যায় ভোগেন। তাই হাসপাতালের প্রতিটি বেডে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের বন্দোবস্ত করতে হবে। এছাড়া সবরকমের বেডের ব্যবস্থা রাখতে হবে।
    • করোনা মোকাবিলার প্রথম শর্ত তড়িঘড়ি আক্রান্তকে চিহ্নিত করতে হবে। তাই উপসর্গ দেখা দিলেই করতে হবে নমুনা পরীক্ষা। সে কারণে প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ র‌্যাপিড অ্যান্টিজেন কিট মজুত রাখতে হবে। থাকতে হবে আরটিপিসিআর টেস্টের বন্দোবস্ত।
    • প্রতিটি নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠাতে হবে।
    • বর্তমানে টিকাকরণে উদাসীনতা দেখা দিয়েছে। তার ফলে ধুঁকছে রাজ্যের বহু টিকাকরণ কেন্দ্র। ফের রাজ্যবাসীকে বুস্টার ডোজ নেওয়ার জন্য সচেতনতা বাড়াতে হবে।

    এদিনের বৈঠকে আরও বলা হয়, করোনার নয়া ভ্যারিয়ান্ট BF.7-এর খোঁজ পাওয়া গেলে, তা যত তাড়াতাড়ি সম্ভব স্বাস্থ্যদপ্তরে জানাতে হবে। হাসপাতালে কোভিড রোগীর চিকিৎসার বন্দোবস্ত করতে গিয়ে অন্য রোগী যাতে কোনওভাবে অবহেলিত না হন, সেদিকে কড়া নজর রাখার নির্দেশ স্বাস্থ্যসচিবের।

    করোনা মোকাবিলায় পাঁচ দফা গাইডলাইন চালু রাজ্য সরকারের।

    অনুব্রত গড়ে তৃণমূল ছাড়লেন জেলা সহ সভাপতি, শুভেন্দুর সভার আগে বড়সড় ধাক্কা তৃণমূলে।

    MORE NEWS – পালিত হবে স্টুডেন্ট উইক, পড়ুয়াদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর।

    জানুয়ারির প্রথম সপ্তাহে স্টুডেন্ট উইক পালিত হবে। একথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন বছরের আগে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি শিখলেন তিনি। সেই চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন, নতুন বছরের শুরু সপ্তাহে স্টুডেন্ট উইক পালনের কথাও৷ মমতার খোলা চিঠিতে কার্যত ঘোষণা হয়ে গেল এক নতুন কর্মসুচিরও৷ জানা গিয়েছে, এই চিঠি পাঠিয়ে দেওয়া কবে স্কুলগুলিতে। মমতা চিঠিতে লিখেছেন , ‘প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নতুন বছর উপলক্ষ্যে তোমাদের সবাইকে অনেক অনেক শুভকামনা৷ নিশ্চয় জানো, ২০২২ সাল থেকে নতুন বছরের প্রথম সপ্তাহটা আমরা ‘স্টুডেন্ট উইক’ হিসেবে পালন করছি৷ CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments