More
    Homeঅনান্যTIEER এর উদ্যোগে পরিবেশ গবেষণা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন মেদিনীপুর বিদ্যাসাগর...

    TIEER এর উদ্যোগে পরিবেশ গবেষণা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে।

    পশ্চিম মেদিনীপুর:- মেদিনীপুরের পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা TIEER (ট্রপিক্যাল ইনস্টিটিউট অব আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ) এর উদ্যোগে ‘পরিবেশ গবেষণা ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয় রবিবার। এইদিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বি.এন. শাসমল সেমিনার হলে মূল অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন – সংগঠনের সভাপতি ড. বিনয় কুমার চন্দ। এইদিন অধ্যক্ষ প্রণব সাউ তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় সেই বিষয় নিয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়, জমির ন্যাড়া পোড়ানো সহ কি কি বিষয়ের উপর সাধারণ মানুষকে সচেতন করলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমবে সেই বিষয় নিয়ে সাধারন মানুষকে সচেতন করলেন অধ্যক্ষ। আজকের অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন অধ্যাপক প্রকাশ চন্দ্র ধাড়া, অধ্যাপিকা নিলাঞ্জনা দাস চ্যাটার্জি, শ্রীমতী সঞ্চিতা ভট্টাচার্য্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিগন।

    TIEER এর উদ্যোগে পরিবেশ গবেষণা ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালার আয়োজন মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে।

    President স্বাধীনতার পরে ভারতবর্ষের প্রথম পূর্ব ভারতের কোন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদে বসতে চলেছে।

    North 24 Paraganas উত্তর দিনাজপুরের রায়গঞ্জের শিল্পীরা এখন চুড়ান্ত ব্যস্ত নৌকা তৈরিতে।

    MORE NEWS – পুরসভার উদাসীনতায় পৌরসভার জল পরিষেবার গাড়ি এবং শ্মশানে যাওয়ার প্রধান রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর।

    নদীয়ার শান্তিপুর (Nadia Shantipur) শহরের 16 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে মতিগঞ্জ থেকে শ্মশান ঘাট যাওয়ার প্রধান রাস্তা । এই রাস্তায় পৌরসভার জরুরী কালীন পরিষেবা জলের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে দীর্ঘ কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ চালান এলাকাবাসী। এলাকাবাসীর দাবি রাস্তার ওপর জগন্নাথ দেবের মন্দিরের একাংশ ক্রমাগত ক্ষতি হচ্ছে উল্টোদিকে থাকা একটি বটগাছের ক্রমশ রাস্তার দিকে এগিয়ে আসার কারণে। শবদেহের গাড়ি হোক বা সাধারণ মানুষের গাড়ি মন্দির ঘেসে যাতায়াতে অভ্যস্ত হয়ে পড়েছে, CONTINUE READING

    MORE NEWS – দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, চাকদহ পৌরসভার সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি।

    দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও বিজ্ঞান সংস্কৃতি সংস্থা, চাকদহ পৌরসভার সহযোগিতায় 13 নম্বর ওয়ার্ড খাল সংস্কার করার পর আজ বৃক্ষরোপণ করা হলো ১৫০ বৃক্ষরোপণ করা হলো উকিন্দর খালের পাশ দিয়ে। এই কাজে সহযোগিতা করেছেন চাকদা ও পৌর পিতা অমলেন্দু দাস উপ পৌর পিতা পিন্টু নাগ মহাশয় উপস্থিত থেকে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments