More
    HomeখবরTMC তৃণমূলের পার্টি অফিসে তালা দেওয়ার অভিযোগে, কাউন্সিলরের উপস্থিতি বনগাঁ বাগদা রাস্তা...

    TMC তৃণমূলের পার্টি অফিসে তালা দেওয়ার অভিযোগে, কাউন্সিলরের উপস্থিতি বনগাঁ বাগদা রাস্তা অবরোধ বনগাঁতে।

    Today Kolkata:- বনগাঁ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের কুটিবাড়ি কিষাণ মান্ডির সামনে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে বসতেন এই ওয়ার্ডের কাউন্সিলর দিপালী বিশ্বাস। তার অভিযোগ গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পৌর প্রধান শংকর আঢ্য তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের আলমারি টিভি বের করে নিয়ে তালা মেরে দিয়ে যায়। এই অভিযোগে সকাল 10:30 থেকে বনগাঁ বাগদা সড়কের কুঠিবাড়ি কিষাণ মান্ডির সামনে অবরোধ শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এক ঘণ্টা অবরোধ চলার পরে সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে অবরোধ তুলে নেয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বনগাঁ এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দিপালী বিশ্বাস এর দাবি যতক্ষণ না তাদের পার্টি অফিস খুলে দেওয়া হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে। পরবর্তীতে সাধারণ মানুষের কথা ভেবে ভেবে অবরোধ তুলে নেওয়া হয়। TMC ,TMC

    TMC তৃণমূলের পার্টি অফিসে তালা দেওয়ার অভিযোগে, কাউন্সিলরের উপস্থিতি বনগাঁ বাগদা রাস্তা অবরোধ বনগাঁতে।

    MORE NEWS – দিবা রাত্রি জ্বলছে পথবাতি, পৌরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে, নজর নেই পৌর প্রশাসনের।

    Today Kolkata:- পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়ার পৌরসভা ৯ নন্বর ওয়ার্ডের ঘটনা। পৌরবাসীর অভিযোগ বেশ কয়েকদিন ধরে দিনরাত ধরে জ্বলছে পৌর এলাকার পথবাতি গুলি। পৌর এলাকার একাধিক জায়গাতে কোথাও জ্বলছে হাই মার্চ লাইট তো কোথাও স্ট্রিটলাইট ফলে পৌর এলাকার উন্নয়নের টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ উঠছে। সূত্রের খবর খড়ার পৌরসভার বিদ্যুৎ দপ্তরে বকেয়া বিল কয়েক লক্ষাধিক টাকা। অভিযোগ তারপরও হুঁশ ফেরেনি পৌর প্রশাসনের খড়ার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকদিন ধরেই ২৪ ঘন্টা ধরে জ্বলছে পথবাতি গুলি।পৌরবাসীর অভিযোগ এর ফলে করের টাকা নষ্ট হচ্ছে। এলাকার বিজেপির নেতারাও অভিযোগ তুলেছেন খড়ার পৌরসভার, CONTINUE READING

    Visva Bharati বিশ্বভারতী ছাত্র আবাসনে ছাত্র মৃত্যু ঘিরে রণক্ষেত্র, উপচার্য নিরপত্তা চেয়ে টুইট রাজ্যপালের।

    যার ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বেলডাঙা থানার হিজলি মাঠপাড়া এলাকায়।

    জায়গা দখল করাকে কেন্দ্র করে মহিলাকে বাঁশ পেটা দুষ্কৃতিদের, দর্শকের ভুমিকায় পুলিশ।

    Bamongachi বামনগাছি স্টেশনে সংলগ্ন পরপর ৫ দোকানে অগ্নিকান্ড রবিবার, ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    রাজ্য সড়কের ধারে জনবহুল এলাকায় দোকান থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments