More
    HomeখেলাTokyo Paralympics: ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ, ব্রোঞ্জ জয় বঙ্গসন্তান মনোজ সরকারের

    Tokyo Paralympics: ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ, ব্রোঞ্জ জয় বঙ্গসন্তান মনোজ সরকারের

    টোকিও প্যারালিম্পিক্সে ভারতের অন্যতম পদক সম্ভাবনা ছিলেন প্রমোদ ভগত। শেষমেশ দেশের প্রত্যাশা পূরণ করলেন তিনি। ব্যাডমিন্টনের মেনস সিঙ্গলসে (এসএল-৩) চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক গলায় ঝোলালেন ভারতীয় শাটলার।

    Tokyo Paralympics: ব্যাডমিন্টনে সোনা জিতলেন প্রমোদ, ব্রোঞ্জ জয় বঙ্গসন্তান মনোজ সরকারের

    Read More-ফের নিম্নচাপ! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সর্তকতা

    গোল্ড মেডেল ম্যাচে প্রমোদ স্ট্রেট গেমে পরাজিত করেন ব্রিটিনের ড্যানিয়েল বেথেলকে। ম্যাচের ফল ভারতীয় তারকার পক্ষে ২১-১৪, ২১-১৭। প্রথম গেম স্থায়ী হয় ২১ মিনিট। দ্বিতীয় গেমে লড়াই চলে ২৪ মিনিট। সুতরাং, সার্বিকভাবে সোনা জিততে প্রমোদকে ঘাম ঝরাতে হয় ৪৫ মিনিট। দ্বিতীয় গেমে একসময় অনেকটা পিছিয়ে ছিলেন ভারতীয় শাটলার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি বাজিমাত করেন শেষমেশ।

    Read more-ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা, ভোটগ্রহণ মুর্শিদাবাদের ২ আসনেও

    স্বর্ণপদক জয়ের সুযোগ হাতছাড়া করলেও ব্রোঞ্জ জয়ের সুযোগ ছিল বঙ্গসন্তান মনোজ সরকারের। হতাশ করেননি মনোজ। টোকিওয় ভারতের হয়ে ১৭তম পদক ও ষষ্ঠতম ব্রোঞ্জ জিতলেন মনোজ।

    Read More-পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে অনন্য সম্মান প্রদান করল গিনিশ বুক অব ওয়ার্ল্ড

    SL3 বিভাগে ব্রোঞ্জ মেডেল ম্যাচে মনোজ মুখোমুখি হয়েছিলেন জাপানের দাইসুকে ফুজিহারার বিরুদ্ধে। সেমিফাইনালে মনোজ, বিশ্বের দুই নম্বর শাটলার গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেথেলের বিরুদ্ধে হেরে যাওয়ায় অল ইন্ডিয়ান ফাইনাল না হওয়ায় কিছুটা হলেও আশাহত হয়েছিলেন ভারতীয় সমর্থকরা। তবে ব্রোঞ্জ জিতে সকলকে গর্বিত করলেন ভারতীয় শাটলার।

    Read more-অভিনব পদ্ধতিতে ব্যাঙ্ক জালিয়াতি, গ্রেফতার জামতারা গ্যাংয়ের সদস্য

    প্রথম গেমে থেকে দুই শাটলার একে অপরকে এক চুলও জমি ছেড়ে দিতে রাজি ছিলেন। দুইজনেই গেমের আলাদা আলাদা পর্যায়ে পিছিয়ে পড়েও কামব্যাক করেন। অবশেষে ২৭ মিনিটের লড়াইয়ে ২২-২০ ব্যবধানে প্রথম গেম জেতেন মনোজ। দ্বিতীয় গেমে শুরুটা ভালই করেন মনোজ।

    Read More-এবার থেকে ৬০ শতাংশ নম্বর পেলেই বিবেকানন্দ স্কলারশিপ পাবে পড়ুয়ারা, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

    জাপানের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রথম থেকেই লিড বজায় রাখছিলেন তিনি। অবশেষে, ১৯ মিনিটের দ্বিতীয় গেমও ২১-১৩ ব্যবধানে জিতে নেন মনোজ। স্ট্রেট গেমে ম্যাচ জিতে SL3 ব্যাডমিন্টন বিভাগে প্রমোদ ভগতের সোনা জয়ের পর দিনের দ্বিতীয় পদক সুনিশ্চিত করেন মনোজ। ব্যাডমিন্টনে এখনও একাধিক স্বর্ণপদক জেতার সম্ভাবনা রয়েছে ভারতের সামনে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments