More
    Homeঅনান্যUttarakhand poison wine ভোট দেওয়ার পুরস্কার, উত্তরাখণ্ড নেতার দেওয়া মদ খেয়ে মৃত্যু...

    Uttarakhand poison wine ভোট দেওয়ার পুরস্কার, উত্তরাখণ্ড নেতার দেওয়া মদ খেয়ে মৃত্যু ৭ জনের।

    Today Kolkata:- উত্তরাখণ্ডে বিষমদ (Uttarakhand poison wine) খেয়ে মৃত্যু হল ৭ জনের। ঘটনায় বিস্ফোরক অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রার্থী ওই মদ খাইয়েছিলেন গ্রামবাসীদের। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁকে ভোট দিলে মদ খাওয়াবেন। গ্রামাবাসীরা তাঁকে ভোট দিলে প্রতিশ্রুতি রাখেন নেতা। তাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ৯ জন আধিকারিককে সাসপেন্ড করেছে আবাগারি দপ্তর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি হরিদ্বারের ফুলগড় ও শিবগড় নামের দুই গ্রামের। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে ফুলগড় গ্রামের এক পঞ্চায়েত প্রার্থী গ্রামবাসীদের মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট দেওয়ার বদলে। গ্রামবাসীরা নেতাকে ভোট দিলে নেতা নিজের প্রতিশ্রুতি রাখেন। এরপর ঢালাও মদ্যপানের ব্যবস্থা করেছিলেন তিনি। যার পরে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। এই বিষয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

    তিনি বলেছেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। গাফিলতির অভিযোগে আমরা বেশ কয়েকজনকে সাসপেন্ড করেছি। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যারা গোটা ঘটনার যুক্ত তাদের কঠোর শাস্তি হবে।” শেষ খবর পাওয়া পর্যন্ত বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। হাসপাতালে ভরতি রয়েছেন অনেকে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। উত্তরাখণ্ডের আবগারি কমিশনার হরি চান্দ সেমওয়াল জানিয়েছেন, এই ঘটনার পর কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগে আবগারি ইন্সপেক্টর-সহ মোট ৯ জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিষমদ পান করার কারণেই মৃত্যু হয়েছে গ্রামবাসীদের। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তের বিষয় খোঁজ নিচ্ছেন খোদ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর দপ্তর।

    Uttarakhand poison wine ভোট দেওয়ার পুরস্কার, উত্তরাখণ্ড নেতার দেওয়া মদ খেয়ে মৃত্যু ৭ জনের।

    MORE NEWS – পুজোর পরেই ‘প্রাথমিকে’ নিয়োগ! বিপুল সংখ্যক শূন্যপদে শিক্ষকের চাকরি।

    চাকরি প্রার্থীদের জন্য অপেক্ষা করছে সুখবর। পুজোর পরই প্রাথমিকের নিয়োগ (Primary recruitment) প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের অ্যাডহক কমিটির প্রথম বৈঠকেই কার্যত সিলমোহর দেওয়া হয়ে এই সিদ্ধান্তে। এবছর টেট নেওয়ার জন্যও উদ্যোগ নেবে পর্ষদ। এখনও পর্যন্ত যাঁরা টেটে পাস করেছেন এবং যাঁদের বয়স চল্লিশের মধ্যে তাঁরা আবেদন করতে পারবেন। তবে ২০১৪ এবং ২০১৭ সালের টেট পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments