More
    Homeঅনান্যবড়দিনের আগেই বড় উপহার, প্রধানমন্ত্রীর সৌজন্যে রাজ্য পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।

    বড়দিনের আগেই বড় উপহার, প্রধানমন্ত্রীর সৌজন্যে রাজ্য পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।

    Today Kolkata:- বড়দিনের আগে বড় উপহার। রাজ্য পাচ্ছে হাওড়া শিলিগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। প্রধানমন্ত্রীর (Prime Minister) সফরে একাধিক রেল প্রকল্প উদ্বোধন হবে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করবেন তিনি। আগামী বছর থেকে চালু হচ্ছে হাওড়া-শিলিগুড়ি (Hawrah-Siliguri) বন্দে ভারত এক্সপ্রেস। স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।

    বড়দিনের আগেই বড় উপহার , প্রধানমন্ত্রীর সৌজন্যে রাজ্য পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস

    বড়দিনের আগেই বড় উপহার , প্রধানমন্ত্রীর সৌজন্যে রাজ্য পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস

    রেল সূত্রে খবর , দ্রুতগতির এই ট্রেনের জন্য হাওড়ার (Hawrah) দিকে ট্র্যাক তৈরির কাজ শেষ। কিন্তু শিলিগুড়ির (Siliguri)দিকে কিছুটা কাজ বাকি আছে। তবে বন্দে ভারত এক্সপ্রেসের গতি যেমন বেশি , তেমন ভাড়াও অনেকটাই বেশি। দিল্লি (Delhi) ও বারাণসীর (Varanasi) মধ্যে এই ট্রেনের চেয়ারকারের ভাড়া ১৭৯৫ টাকা। এক্সজিগিউটিভ ক্লাসের ভাড়া প্রায় ৩৫২০ টাকা। যা ওই দূরত্বে চলা যে কোনও প্রিমিয়াম ট্রেনের এসি কামরার ভাড়ার প্রায় ১.৪ গুণ।

    বড়দিনের আগেই বড় উপহার, প্রধানমন্ত্রীর সৌজন্যে রাজ্য পাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস।

    উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালযয়ে উপাচার্যের সাথে বৈঠকে ব্রাত্য বসু , বৈঠক শেষে বিক্ষোভের মুখে শিক্ষামন্ত্রী।

    করোনায় কাঁপতে চলেছে দেশ? রাহুল গান্ধীকে ‘ভারত জোড়ো যাত্রা’ বাতিলের পরামর্শ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে সরব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।

    ট্রেনের বৈশিষ্ট্য হল , এর আলাদা ইঞ্জিন নেই। তামিলনাড়ুর (Tamilnadu) চেন্নাইয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হয় রেক। অত্যাধুনিক এই রেকে যাত্রীদের আসন ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। অন বোর্ড ওয়াই ফাই (Wi fi) সহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই ট্রেনে। হাওড়া শিলিগুড়ি রুটে ট্রেনের গতি (Speed) থাকবে ঘণ্টায় প্রায় ১০০ কিমি।

    যাত্রী স্বচ্ছন্দের দিকে নজর দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। রেলের দেওয়া হিসাব অনুসারে, এগজিকিউটিভ ক্লাসে সকালের চা , ব্রেকফাস্ট ও লাঞ্চের (Lunch) জন্য যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৩৯৯ টাকা। যেখানে চেয়ারকারের যাত্রীদের খাবারের জন্য খরচ হচ্ছে ৩৪৪ টাকা। বোলপুর (Bolpur) ও মালদহ (Maldah) টাউন স্টেশনে দাঁড়াবে। হাওড়া থেকে ছাড়বে সকাল ৫টা ৫০ মিনিটে। এনজেপি (NJP) পৌঁছবে দুপুর ১ টা ৫০ মিনিটে। ঐ দিন দুপুর ২ টা ৫০ মিনিটে এনজেপি ছাড়বে। হাওড়া আসবে রাত ২২টা ৫০ মিনিটে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments