More
    Homeজাতীয়VAT কমাল কেজরিওয়াল সরকার, দিল্লিতে একধাক্কায় লিটারে ৮ টাকা কমছে পেট্রলের...

    VAT কমাল কেজরিওয়াল সরকার, দিল্লিতে একধাক্কায় লিটারে ৮ টাকা কমছে পেট্রলের দাম

    বুধবারই পেট্রলের (Petrol) উপর ভ্যাট ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করল দিল্লির কেজরি সরকার। যার ফলে রাতারাতি পেট্রলের দাম কমল লিটারপিছু ৮ টাকা। এদিন মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে। প্রসঙ্গত, গত ২৭ দিন ধরেই পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি।

    VAT কমাল কেজরিওয়াল সরকার, দিল্লিতে একধাক্কায় লিটারে ৮ টাকা কমছে পেট্রলের দাম

    Read More-আজ থেকে কার্যকর হচ্ছে Jio-এর নতুন মোবাইল প্রিপেড প্ল্যান, জেনে নিন বিস্তারিত

    গত অক্টোবরে হু হু করে বেড়েছিল পেট্রোপণ্যের দাম। সেঞ্চুরি করেছিল পেট্রল। আকাশ ছুঁয়ে ফেলেছিল ডিজেলের (Diesel) দামও। পরে ৪ নভেম্বর কেন্দ্রের তরফে আবগারি শুল্ক কমানোর ঘোষণা করা হয়। এরপর থেকে সামান্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমজনতা। এরই মধ্যে এবার রাজধানীতে একধাক্কায় ৮ টাকা কমছে পেট্রলের দাম। দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) নেতৃত্বে তাঁর মন্ত্রিসভার একটি বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই মুহূর্তে দিল্লিতে পেট্রল ও ডিজেলের লিটারপিছু মূল্য যথাক্রমে ১০৩.৯৭ টাকা ও ৮৬.৮৭ টাকা। বুধবার রাতের পর থেকেই পেট্রল বিকোবে ৯৫ টাকা লিটার হিসেবে।

    এদিকে মুম্বইয়ে পেট্রোপণ্য়ের দাম সবথেকে বেশি। সেখানে পেট্রল ১০৯.৮৮ টাকা প্রতি লিটার ও ডিজেল লিটারপিছু ৮৬.৬৭ টাকা। আসলে বিভিন্ন রাজ্যে ভ্যাটের তারতম্যের কারণে পেট্রোল ও ডিজেলের দামের এই ফারাক।

    আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য ও টাকা-ডলারের বিনিময় হারের উপরে নির্ভর করে পেট্রল, ডিজেলের দাম। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো সংস্থা দৈনন্দিন হিসেবে জ্বালানির মূল্য় পরিবর্তন করে সেই হিসেব দেখে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments