More
    Homeঅনান্যVIVO Mobile ২২১৭ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ চিনা মোবাইল সংস্থা ভিভোর...

    VIVO Mobile ২২১৭ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ চিনা মোবাইল সংস্থা ভিভোর বিরুদ্ধে।

    Today kolkata:- চিনা স্মার্টফোন কোম্পানি ভিভো ইন্ডিয়া (VIVO Mobile) প্রায় ২২১৭ কোটি টাকার কর ফাঁকি দিয়েছে। এমনটাই অভিযোগ করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। এ নিয়ে ভিভোকে একটি ডিমান্ড নোটিশও জারি করেছে ডিআরআই। ভিভোর একাধিক শাখায় অভিযান চালাতেই এই জালিয়াতির পর্দা ফাঁস হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ডিআরআই-এর কাছে পাকা খবর ছিল যে, ভিভো ইন্ডিয়া কর না দিয়েই চিন থেকে মোবাইল তৈরির নানা সরঞ্জাম ও পণ্য আমদানি করছে। বিষয়টি জানার পরই তদন্ত শুরু করে ডিআরআই। উল্লেখ্য, ভিভো ইন্ডিয়া হল ভিভো কমিউনিকেশনস টেকনোলজি কোম্পানি লিমিটেডের একটি সহযোগী সংস্থা। এই কোম্পানির সদর দফতর চিনের গুয়াংডং-এ।

    কোম্পানিটি মোবাইল হ্যান্ডসেট উৎপাদন, অ্যাসেম্বলিং, পাইকারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে। অর্থ মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘তদন্তের সময় ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেওয়ার ইঙ্গিতের প্রমাণ মিলেছে। এই ভুল তথ্যের ভিত্তিতে সংস্থা ২২১৭ কোটি টাকার অযৌক্তিক শুল্ক ছাড় পেয়েছে। এরপরই মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, তদন্ত শেষ হওয়ার পরে ভিভো ইন্ডিয়াকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এই কাস্টম শুল্ক মিটিয়ে দিতে বলা হয়েছিল। এর পাশাপাশি সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও সংসদে জানিয়েছিলেন যে ভিভো ইন্ডিয়াকে ২২১৭ কোটি টাকার একটি ‘ডিমান্ড নোটিশ’ জারি করা হয়েছে। সংস্থা স্বেচ্ছায় মাত্র ৬০ কোটি টাকা জমা দিয়েছে।

    VIVO Mobile ২২১৭ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ চিনা মোবাইল সংস্থা ভিভোর বিরুদ্ধে।

    Mamata Banerjee & Avishek মমতার সঙ্গেই দিল্লি রওনা অভিষেকের, সাংসদদের সঙ্গে রণকৌশলে জোর।

    MORE NEWS – শীতে বাগান ভরে গোলাপ ফুল দেখতে চান, রইল ৫ টি টিপস।

    ফুল পছন্দ করে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। নিজেদের একান্ত কিছূ মুহূর্ত স্মরণীয় করা থেকে শুরু করে যেকোনও অনুষ্ঠান ফুল ছাড়া অসম্পূর্ণ। তবে ফুলের মধ্যে গোলাপের নাম আসে একটু স্পেশালভাবেই। গোলাপের যেমন নিজস্ব এক অভিরূপ আছে, তেমনি এর শোভা সবাইকেই মুগ্ধ করে। গোলাপ মূলত শীতকালীন ফুল। শীতে বাড়ির ছাদে বা ব্যালকনিতে রং-বেরঙের ফুটে থাকা গোলাপ দেখতে কে না ভালোবাসে! তবে বাগানের ছাদ ভরে গোলাপ (Rose garden) পেতে চাইলে যত্ন শুরু করতে হবে এখন থেকেই। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments