More
    Homeপশ্চিমবঙ্গWeather: রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, ভাসবে নবমী-দশমী

    Weather: রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, ভাসবে নবমী-দশমী

    করোনাকালে একেই নানা বিধি-নিষেধের মধ্যে দিয়েই পালিত হচ্ছে দুর্গোত্‍সব। তার মধ্যেও আবার বৃষ্টির (Rain) ভ্রুকুটি। মহাষ্টমীতে মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলি। এদিকে আকাশের মুখ ভার। সকালে থেকেই মেঘলা আকাশ ভয় দেখাচ্ছে বৃষ্টির। কী বলছে আবহাওয়া দফতর (Weather Department)? মহাষ্টমীতে কি অসুর হতে পারে বৃষ্টি? আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝিরঝিরে বৃষ্টিতে আজ ভিজতে পারে কলকাতা (Kolkata)। তবে, রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে নবমীতে বেশি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা দশমীতেও।

    পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এর জেরেই রাজ্যের উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। বৃষ্টি হতে পারে কলকাতা ও আশপাশের অঞ্চলে। তবে এই বৃষ্টি দীর্ঘক্ষণ চলবে না।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments