More
    Homeঅনান্যWeather আগামী সপ্তাহে শেষে কামব্যাক শীতের, হতে পারে পারদ পতন।

    Weather আগামী সপ্তাহে শেষে কামব্যাক শীতের, হতে পারে পারদ পতন।

    Today Kolkata:- Weather আগামী সপ্তাহের শেষ দিকে শীতের পূর্বাভাষ। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি নামবে তাপমাত্রা। জেলায় জেলায় ১২ ডিগ্রির নিচে নামতে পারে পারদ। এমনই শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামীকাল রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমবে। সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা (Temparature) কমতে পারে। মঙ্গল ও বুধবার ১ ফেব্রুয়ারির মধ্যে ফের বাড়বে তাপমাত্রা। বলাই বাহুল্য শীতের বিদায় ঘণ্টা এখনও বাজেনি। বাঙালির হাতে এখনও সময় রয়েছে শীত উপভোগের।

    উত্তর বঙ্গোপসাগরে (Bay Of Bengal) উচ্চচাপ বলয় থেকে আসছে গরম জলীয় বাতাস। তাতেই বাংলার ভাগ্যে শিকে ছিঁড়ছে না। আজ শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

    Weather আগামী সপ্তাহে শেষে কামব্যাক শীতের, হতে পারে পারদ পতন।

    DIDI NO -1 ”আলিপুর কোর্টে বলতে চাই, ডিভোর্স চাই” – দিদি নং ১ এর মঞ্চে দাম্পত্যের গল্প শোনালেন অভিনেত্রী মৌমিতা।

    গ্রাহকদের প্রতারণার হাত থেকে রক্ষা করাই লক্ষ্য, Play Store এর নির্দেশিকা আরও কঠোর এবং পুনর্গঠন করছে Google।

    MORE NEWS – প্রেসিডেন্সিতে প্রদর্শনের মাঝেই নরেন্দ্র মোদীকে নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র, অন্তর্ঘাতের দাবি SFI এর।

    প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনের মাঝেই বন্ধ হয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নিয়ে তৈরি বিতর্কিত তথ্যচিত্র। ইচ্ছা করেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন কর্তৃপক্ষ। এর নেপথ্যে রাজ্য সরকারের ইন্ধন রয়েছে বলেই দাবি করেছে বাম ছাত্র সংগঠনের SFI। প্রসঙ্গত, বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) দেখানো হয়েছিল বিবিসির ‘ইন্ডিয়া: দ্য মোদী কোয়েশ্চন’ তথ্যচিত্রটি। পরের দিন অর্থাৎ শুক্রবার, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তা দেখানোর কথা ছিল। CONTINUE READING

    MORE NEWS – অমর্ত্য আদতে নোবেলজয়ী নন, বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মন্তব্যে শোরগোল।

    জমি-বিতর্কের মধ্যে আবারও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে (Amartya Sen) নিশানা করলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Bishabharati Bishwavidyalay) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তাঁর দাবি, অমর্ত্য আদতে নোবেলজয়ী নন। অর্থনীতিবিদ নিজেকে ‘নোবেলজয়ী’ বলে দাবি করে থাকেন। যদিও অমর্ত্যের নোবেল পুরস্কার পাওয়া নিয়ে এমন দাবি আজকের নয়। বহু পুরনো। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments