More
    Homeপশ্চিমবঙ্গWeather: আজও দিনভর বৃষ্টি, তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!

    Weather: আজও দিনভর বৃষ্টি, তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!

    গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিনও বৃষ্টির (rain) সম্ভাবনা। তবে বেশি বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলায়। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে থাকার সময়ে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad) ক্রমেই তা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে।

    Weather: আজও দিনভর বৃষ্টি, তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস!

    Read More-দলীয় সাংসদদের পেপ-টক দিতে এবার দিল্লি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    এদিন রাজ্যের কোনও জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা কমেনি, তুলনায় অনেক জায়গাতেই রবিবারের তুলনায় তা বেশি। মঙ্গলবার থেকে আবহাওয়া উন্নতি হবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

    এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত্‍ ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাত্‍ ৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি ৩ জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, এরপর ধীরে ধীরে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকার পাশাপাশি কয়েক পশলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৬ ডিগ্রির মতো নিচে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রির মতো বেশি থাকবে। গত ২৪ ঘন্টায় আলিপুরে ৬৭.৮ মিমি এবং দমদমে ৮৫ মিমি বৃষ্টিপাত হয়েছে।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments