More
    Homeপশ্চিমবঙ্গWeather: জাঁকিয়ে বসেছে শীত! কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গও

    Weather: জাঁকিয়ে বসেছে শীত! কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গও

    বঙ্গবাসীর শরীরে কাঁপুনি ধরিয়ে ক্রমেই নামছে তাপমাত্রার পারদ৷ গক দুই দিন ধকে কলকাতা সহ দক্রিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে ছিল৷ তবে আজ সেই পারদ আরও নামবে বলে মনে করা হচ্ছে৷ কলকাতার সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গও৷ মঙ্গল থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহের প্রথম চারদিনের মধ্যে তিনদিনই কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এক ধাক্কায় এতটা ঠাণ্ডা পড়বে, তা আশা করা যায়নি। বিশেষ করে পরপর নিম্নচাপের জেরে পারদ ঊর্ধঅবমুখী হয়েছিল মাঝে।

    Weather: জাঁকিয়ে বসেছে শীত! কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গও

    Read More-আগামী ৬ মাসের মধ্যেই শিশুদের জন্য মিলবে করোনার টিকা: আদর পুনাওয়ালা

    আজ বৃহস্পতিবার কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ পরিষ্কার থাকবে৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে৷ এর ফলে মরশুমের শীতলতম দিনের তকমা পেতে পারে বৃহস্পতিবার৷ এর আগে গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৯৩ শতাংশ এবং ৪১ শতাংশ৷

    কলকাতার পাশাপাশি ব্যারাকপুর, কৃষ্ণনগর, পানাগড়, কাঁথি, বাঁকুড়া, পুরুলিয়া, শান্তিনিকেতন, আসানসোলের মতো জেলার শহরগুলিতেও উত্তুরে হাওয়ার দাপটে পারদ নিম্নমুখী৷ কয়েকটি জেলায় পারদ ১২ ডিগ্রির আশপাশে আছে। অপরদিকে দার্জিলিং, কালিম্পঙের মতো পার্বত্য এলাকায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে ফের তাপমাত্রা বাড়তে পারে। এদিকে শীতের আগমনে দূষণের মাত্রা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে কলকাতায়।

    RELATED ARTICLES

    2 COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments