More
    Homeঅনান্যWeather রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

    Weather রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

    Today Kolkata:- ‘শ্রাবণের ধারার মতো পড়ুক ঝোড়ে’। তুমি এবছর শ্রাবণের ধারা এখন দেখা যায়নি। মাঝে মধ্যে দু’এক পশলা বৃষ্টি হয়েছে মাত্র। কিন্তু চলতি মরসুমে দক্ষিণবঙ্গে কবে ভারী বর্ষণ হয়েছে তা কেউ বলতে পারবেন না। তবে রবিবার থেকেই বদলে যাচ্ছে আবহাওয়া (Weather)। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় আপাতত বৃষ্টির তেমন দেখা মিলবে না বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকেই দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বেশি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়।ভরা শ্রাবণেও বৃষ্টির তেমন দেখা পাবেন না কলকাতাবাসী। শহরের তাপমাত্রারও অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কয়েক পশলা বৃষ্টি নিয়ে অস্বস্তির মধ্যে আরও কয়েক দিন কাটাতে হবে শহরবাসীকে।

    Weather রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

    শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এর পাশাপাশি বাতাসে আপেক্ষিক আদ্রতাও বেশি থাকবে। ফলে অস্বস্তিকর গরম অনুভূত থাকবে আগামী আরও কয়েকদিন। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে এও জানিয়েছে, দক্ষিণবঙ্গের অন্যন্য জেলাগুলিতেও মূলত মাঝারি বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতেও পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানান হয়েছে। মূলত মেঘলা আকাশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমার সম্ভবনা রয়েছে।অন্যদিকে, উত্তরবঙ্গে দুই জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা।

    Weather রবিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

    SSC Corruption এসএসসি দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার! টেক্সটাইল কোম্পানিকে নোটিশ ইডির।

    MORE NEWS – বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন নীরজ চোপড়া।

    ফের বিশ্বজয়! নীরজ চোপড়াকে (Niraj Chopra) নিয়ে দেশের মানুষ নতুন করে পদক জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতলেন নীরজ (Niraj Chopra)। ওরেগনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ের ফাইনালে রুপো জিতেলেন ভারতের গর্ব নীরজ চোপড়া! ৮৮.১৩ মিটার জ্যাভলিন নিক্ষেপ করে চতুর্থবারের চেষ্টায় রুপোর পদক ঝুলিতে এল নীরজের। অন্যদিকে, ৯০.৫৪ মিটারের সেরা থ্রো করে সোনা জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments