More
    Homeঅনান্যWeather Kolkata শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা...

    Weather Kolkata শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

    Today kolkata:- Weather Kolkata ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। শহরে নিম্নচাপের ভ্রুকুটির প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই আগেভাগেই প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি সারল কলকাতা পুরসভা। নিকাশি দফতরের মেয়র পারিষদের নেতৃত্বে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বাগে বইতে পরে দমকা হাওয়া। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস পেয়েই সোমবার কলকাতা পুরসভার নিকাশি বিভাগের ডি জি-সহ আধিকারিক এবং বোরো ইঞ্জিনিয়ারদের নিয়ে জরুরি বৈঠক করেন মেয়র পরিষদ নিকাশি তারক সিংহ। বৈঠকে প্রতিটি বোরোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    অগ্রিম সতর্কতা হিসাবে শহরের ৭৮টি পাম্পিং স্টেশন চালু রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি সব লকগেটের ওপরে বিশেষ নজর দেওয়ার কথাও বলা হয়েছে। নিকাশি বিভাগের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। বৈঠকে তারক সিংহ জানান, যেসব জায়গায় ডিসিল্টিং হয়েছে, সেখানে জল জমার সম্ভাবনা কম। যদি খুব অস্বাভাবিক বৃষ্টি না হয় তাহলে বৃষ্টির জমা জল সহজেই বেড়িয়ে যাবে। তবে এখনও কর্মীদের কোনও ছুটি বাতিল করা হচ্ছে না বলে পুরসভার তরফে জানানো হয়েছে। অতিবৃষ্টি না হলে বেহালা এবং যাদবপুরে সেভাবে জল জমবে না বলে দাবি করেন তারক সিংহ। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম প্রস্তুত রয়েছে। বৃষ্টির দিনে জলমগ্ন হয়ে সাধারণ মানুষকে যাতে নাজেহাল হতে না হয়, এ ব্যাপারে সমস্ত পদক্ষেপ করা হয়েছে।

    Weather Kolkata শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

    MORE NEWS – নিম্নচাপের জেরে বৃষ্টি, বাংলার উপকূলে সতর্কতা জারি।

    চলতি বছর বর্ষার শুরুতে বৃষ্টির তেমন কোনও দেখাই মেলেনি। এদিকে শ্রাবণ প্রায় শেষ হতে চলেছে। আর এরই মধ্যে দেখা দিয়েছে নিম্নচাপে ভ্রুকুটি। রবিবার বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়বে। সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আসছে বৃষ্টি। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments