More
    Homeঅনান্যWeather Nimnochap নিম্নচাপের জেরে বৃষ্টি, বাংলার উপকূলে সতর্কতা জারি।

    Weather Nimnochap নিম্নচাপের জেরে বৃষ্টি, বাংলার উপকূলে সতর্কতা জারি।

    Today Kolkata:- Weather Nimnochap চলতি বছর বর্ষার শুরুতে বৃষ্টির তেমন কোনও দেখাই মেলেনি। এদিকে শ্রাবণ প্রায় শেষ হতে চলেছে। আর এরই মধ্যে দেখা দিয়েছে নিম্নচাপে ভ্রুকুটি। রবিবার বঙ্গোসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলেও এর প্রভাব পড়বে। সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আসছে বৃষ্টি। উত্তর-পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত রবিবার নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপটি ওড়িশা উপকূল সংলগ্ন এলাকাতেই সোমবারের পর শক্তি বাড়াতে পারে। ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ওড়িশা ও বাংলা উপকূলের মাঝে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা।

    Weather Dakkhinbanga রাজ্যে নিম্নচাপের ভ্রুকূটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

    ওড়িশা পাশাপাশি বাংলাতেও এর প্রভাব পড়বে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের। অগ্রিম সতর্কতা হিসাবে মৎস্যজীবীদের জন্য ওড়িশা, বাংলা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে জারি থাকবে লাল সতর্কতা। ।অন্যদিকে পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সোমবার থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর যারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের রবিবার দিনের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গজুড়েই যে ভারী বৃষ্টি হবে, এমনটা নয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মূলত উপকূল সংলগ্ন জেলাগুলিতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

    Weather Nimnochap নিম্নচাপের জেরে বৃষ্টি, বাংলার উপকূলে সতর্কতা জারি।

    Health care diabetes ডায়াবিটিসে ভুগছেন? এই চারটি সহজ খাবারে উপকার পাবেন চটজলদি।

    Ex Education Minister রাত কাটালেন কমোডের ওপর বসে, অবশেষে জেলে খাট পেলেন পার্থ৷

    Modi Vs Mamata নির্দেশিকা অনুযায়ী সব ব্যবস্থা নেওয়া হয়েছে, টাকা মঞ্জুরের দাবিতে মোদীকে চিঠি মমতার

    MORE NEWS – রাজ্যে নিম্নচাপের ভ্রুকূটি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস।

    ভরা বর্ষাতে এ বছর বৃষ্টির তেমন দেখা নেই। খরার আশঙ্কায় ভুগছেন চাষিরা। ঠিক এমন সময় অন্য খবর শোনাল আবহাওয়া দপ্তর (Weather Dakkhinbanga)। ৭ আগস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর প্রভাবে সোমবার থেকে রাজ্যের উপকুলবর্তী জেলায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments