More
    Homeঅনান্যWeather Red alert নিম্নচাপ, রেড এলার্ট জারি আবহাওয়া দপ্তরের।

    Weather Red alert নিম্নচাপ, রেড এলার্ট জারি আবহাওয়া দপ্তরের।

    Today Kolkata:- Weather Red alert সকাল থেকেই আকাশের মুখ ভার। যে কোনও সময় বৃষ্টিপাতের সঙ্গে শুরু হতে পারে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিম বঙ্গোপসাগরের তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে আরও শক্তিশালী হতে শুরু করেছে। ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা ধীরে ধীরে শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েছে। এরফলে রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। সোমবার সকাল থেকে দিঘা, মন্দারমনি, শঙ্করপুরে প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে।

    আগামী ১১ অগস্ট পর্যন্ত এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় বর্ষণের দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেকারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। দুই মেদিনীপুরের সকাল থেকেই বৃষ্টির দাপট বেড়েছে। বৃষ্টি বেড়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আপাতত সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। কিছু কিছু জায়গায় যেমন পার্বত্য ডুয়ার্স ও সমতল ভূমিতে দু’এক পশলা বৃষ্টি হতে পারে।

    Weather Red alert নিম্নচাপ, রেড এলার্ট জারি আবহাওয়া দপ্তরের।

    MORE NEWS – শহরে নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস, প্রয়োজনীয় পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

    Weather Kolkata ওড়িশা উপকূলে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। শহরে নিম্নচাপের ভ্রুকুটির প্রভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাই আগেভাগেই প্রাথমিক পর্যায়ের প্রস্তুতি সারল কলকাতা পুরসভা। নিকাশি দফতরের মেয়র পারিষদের নেতৃত্বে জরুরি বৈঠকের আয়োজন করা হয়। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments