More
    Homeঅনান্যWeather State চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! বুধবার থেকে শুরু দুর্যোগ।

    Weather State চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! বুধবার থেকে শুরু দুর্যোগ।

    Today Kolkata:- Weather State চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ! বুধবার থেকে শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ। বুধবার থেকে ঝড়-বৃষ্টি চলবে পশ্চিমের জেলাগুলিতে। দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় বুধবার আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

    বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে (South Bengal) এই বৃষ্টি দু-তিন দিন ধরে চলতে পারে। উত্তরবঙ্গে (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড়-বৃষ্টি বেশি হবে। মঙ্গলবার শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। বৃষ্টি বাড়বে ১৫ মার্চ বুধবার থেকে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

    Weather State চলতি সপ্তাহে রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! বুধবার থেকে শুরু দুর্যোগ।

    Manish Kothari দীর্ঘক্ষণ জেরা, বয়ানে অসঙ্গতি, গরু পাচার মামলায় গ্রেপ্তার অনুব্রত মণ্ডলের হিসারক্ষক মণীশ কোঠারি।

    MORE MNEWS – “তুমি মুখ খারাপ করবে না , দলের অসুবিধা” – তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলিকে কড়া ধমক মমতার।

    বিধায়ক ইদ্রিশ আলিকে (Idrish Ali) বিতর্কিত মন্তব্য থেকে বিরত থাকতে কড়া নির্দেশ দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশন কক্ষের অন্দরে প্রবেশ করতে গিয়েই মুখ্যমন্ত্রীর মুখোমুখি হন ভগবানগোলার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ইদ্রিশ (Idrish Ali)। CONTINUE READING

    MORE NEWS – শুরুতে কাঁধে ছিল মই ! যুব নেতা হওয়ার পর ভোল বদলায় শান্তনুর , তৃণমূল নেতা হয়ে ওঠেন ‘লাটসাহেব’!

    শুরুতে নাকি মই কাঁধে ঘুরতেন! রাস্তাঘাটে সংস্থার প্রযুক্তিগত কাজে দক্ষ কর্মীদের সহযোগিতা করতেন। যুব নেতা হওয়ার পরে ধীরে ধীরে তাঁর রূপ বদলায়। হুগলির বলাগড়ের সোমরাবাজারে তাঁর অফিসপাড়ায় শান্তনু বন্দ্যোপাধ্যায় (Santanu Banerjee) ক্রমশই হয়ে ওঠেন ‘লাটসাহেব’! শান্তনু যে নিয়মিত কর্মস্থলে যেতেন না, মানছেন তৃণমূলের স্থানীয় নেতারাও। যদিও শান্তনু বার বারই দাবি করেছেন, তিনি নির্দোষ। অফিসের মই কাঁধে নিয়ে কর্মজীবন শুরু করা শান্তনু (Santanu Banerjee) কালক্রমে কী করে নিয়োগ দুর্নীতি চক্রের ‘নিয়ন্ত্রক’ হয়ে উঠলেন, সেই তদন্ত চালাচ্ছে ইডি (Enforcement Directorate)। CONTINUE READING

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments