Wednesday, June 7, 2023
HomeখবরWeather Sunday রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।

Weather Sunday রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।

Today Kolkata:- Weather Sunday রবিবার বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) আরও সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা। জেলাগুলি হল উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। রাজ্যের উপকূলবর্তী এবং পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টি অন্যান্য জেলার তুলনায় বেশি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেলেও সোম এবং মঙ্গলবার বৃষ্টি বাড়বে।

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৩৭ থেকে ৯০ শতাংশ। তবে বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে (South Bengal) ঠান্ডার আমেজ থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনও রাতের তাপমাত্রা (Temparature) স্বাভাবিক বা তার ওপরে থাকবে।

Weather Sunday রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরও সাত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।

Rishav Pant আহত ঋষভের বাড়িতে ৩ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার , জুনিয়রকে উৎসাহ দিলেন হরভজনরা।

Man ki bat ”বাড়ছে কোভিড , সাবধানতা অবলম্বন করে উৎসব করুন’ – মন কি বাতের অনুষ্ঠানে সতর্কতা প্রধানমন্ত্রীর।

Karnataka Assembly Election “বিজেপিকে হারাও” – কালীঘাটে বৈঠকে এইচডি কুমারস্বামীকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Karnataka Assembly Election “বিজেপিকে হারাও” – কালীঘাটে বৈঠকে এইচডি কুমারস্বামীকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

৪৮ ঘন্টা ধরনায় মমতা , পাল্টা কর্মসূচিতে বাম-বিজেপি, সরগরম বঙ্গ-রাজনীতি

MORE NEWS – এবার ঘরে বসেই মিলবে মেট্রোর টিকিট , ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু QR Code পরিষেবা।

এবার ঘরে বসে মিলবে মেট্রোর টিকিট৷ দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া অবধি কিউ আর কোড (QR CODE) চালু হচ্ছে। এএফসি গেটে সফটওয়্যার ডেভলপমেন্ট কাজ শুরু। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোতে পরীক্ষামূলকভাবে চালু হয়ে গেল কিউ আর কোড পরিষেবা। এবার থেকে বাড়িতে বসেই কাটা যাবে এই পথের টিকিট।

মেট্রো রেল সূত্রে খবর, এবার থেকে বাড়িতে বসেই কেটে ফেলা যাবে মেট্রোর (Kolkata Metro) টিকিট। তবে তার আগে মেট্রো রাইড কলকাতা অ্যাপ ডাউনলোড করতে হবে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments